TRENDING:

হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, মরসুমের প্রথম কালবৈশাখী নিয়ে যা বলল আবহাওয়া দফতর

Last Updated:
ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রার পারদ৷ রেকর্ড তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলল তাপমাত্রার পারদ৷ হতে পারে সপ্তাহান্তে। রবিবার দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ৷
advertisement
1/9
বাড়ছে তাপমাত্রার পারদ, মরসুমের প্রথম কালবৈশাখী নিয়ে যা বলল আবহাওয়া দফতর
মরসুমের প্রথম কালবৈশাখী হতে পারে সপ্তাহান্তে। রবিবার দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। মার্চ মাসের শেষ দিন ও এপ্রিলের প্রথম দুই দিনে কলকাতায় রেকর্ড গরম পড়েছে। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের মানুষ আপাতত সপ্তাহান্তের বৃষ্টির প্রতীক্ষায়।
advertisement
2/9
আজ বিকেলের পর থেকেই মেঘলা আকাশ হতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া তে বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। দমকা হাওয়ায় বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে কালবৈশাখী ও।
advertisement
3/9
উত্তরে বৃষ্টি দক্ষিণে শুষ্ক আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। উত্তরে কমবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে রবিবার দমকা হাওয়ায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হচ্ছে। আকাশ ও বৃষ্টির কারণে আগামী তিন-চারদিন কিছুটা কমতে পারে দাবদাহ।
advertisement
4/9
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে গরম ও অস্বস্তি দুটোই অব্যাহত থাকবে।
advertisement
5/9
মার্চের শেষ দিকেও কলকাতায় গরমের রেকর্ড।এপ্রিলের শুরুতেই ফের গরমের রেকর্ড। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি ছিল গতকালের তাপমান। ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস কলকাতায়। চার বছর পর সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলে ৩৯ ডিগ্রি ছুঁল।
advertisement
6/9
কলকাতায় আজ সকালেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ১৮ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।
advertisement
7/9
দার্জিলিং কালিম্পং এর কিছু অংশে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। তারপর থেকে মূলত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে।
advertisement
8/9
মরসুমের প্রথম কালবৈশাখী হতে পারে সপ্তাহান্তে। রবিবার দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। মার্চ মাসের শেষ দিন ও এপ্রিলের প্রথম দুই দিনে কলকাতায় রেকর্ড গরম পড়েছে। গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গের মানুষ আপাতত সপ্তাহান্তের বৃষ্টির প্রতীক্ষায়।
advertisement
9/9
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে আন্দামান সাগরে ।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তর প্রদেশ থেকে মিজোরাম পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। এর ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তামিলনাডু তেলেঙ্গানা পুদুচেরি সহ সৌরাষ্ট্র তাপপ্রবাহের সম্ভাবনা। গুজরাটে ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। Input- BISWAJIT SAHA
বাংলা খবর/ছবি/কলকাতা/
হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ, মরসুমের প্রথম কালবৈশাখী নিয়ে যা বলল আবহাওয়া দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল