Weather Forecast: Heavy Rainfallএ থেকে মুক্তি নেই Bengal-র, আরও ঘণীভূত হয়ে বাংলার ঘাড়ে নিঃশ্বাস নিম্নচাপের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: কলকাতায় প্রবল দুর্যোগ (Massive Rain), ভাসবে দক্ষিণবঙ্গও৷ দ্রুত ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে (Low pressure belt more intensified ) তৈরি নিম্নচাপ৷
advertisement
1/6

কলকাতা: সপ্তাহান্তে বাংলায় (Weather Forecast) প্রবল দুর্যোগের পূর্বাভাস ছিলই, খারাপ খবর চলে এল ইতিমধ্যেই আরও ঘনীভূত হয়ে পশ্চিবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ (Low pressure belt more intensified over West Bengal )৷ ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে৷ কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে৷ Photo Courtesy- IMD/Sattelite Pic
advertisement
2/6
তবে ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে শনিবার থেকে আবহাওয়ার দ্রুত অবনতি হতে থাকবে৷ ফলে প্রবল দুর্যোগে (massive rain) ভাসবে বাংলা (Weather Forecast)৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এমনটাই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ Photo Courtesy- IMD/Sattelite Pic
advertisement
3/6
এদিকে শুক্রবার সকালে উপগ্রহ চিত্রে যেভাবে নিম্নচাপটি ঘণীভূত হতে দেখা যাচ্ছিল তাতে ফের কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার আপডেট (Weather Update) খারাপ৷ বুধবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে ভেসেছে মধ্যে একদিনের বৃষ্টি থেকে খানিকটা মুক্তি মিলতে না মিলতেই ফের প্রবল দুর্যোগের (Massive Thunderstorm and rain) আশঙ্কা৷ বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ (Depression over bay of bengal) আরও গভীর হয়েছে৷ এবার তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে৷ Photo Courtesy- IMD/Sattelite Pic
advertisement
4/6
এদিকে আইএমডি জানিয়েছে উত্তরপ্রদেশ (UP) সহ দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির দাপট জারি থাকবে৷ শুক্রবার মধ্যপ্রদেশ (MP), গুজরাত (Gujarat) সমতে বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি হবে৷ এদিকে ইতিমধ্যেই রাজধানী দিল্লির (Delhi) পুরনো বৃষ্টির সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ Photo- File
advertisement
5/6
দিকে ইতিমধ্যেই রাজধানী দিল্লির (Delhi) পুরনো বৃষ্টির সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ মৌসম বিভাগের পক্ষ থেকে শুক্রবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ি পশ্চিম মধ্যপ্রদেশে ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ আর ১৮-২০ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে৷ Photo- File
advertisement
6/6
উত্তরাখণ্ডেও ১৯ থেকে ২২ সেপ্টেম্বর অবধি প্রবল বৃষ্টি র পূর্বাভাস রয়েছে৷ পূর্ব রাজস্থান ও গুজরাতে শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে৷ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ পশ্চিমী রাজস্থান , সৌরাষ্ট্র, কচ্ছে বৃষ্টি কিছুটা কম হতে পারে৷ কিন্তু ১৮ থেকে ২০ তারিখ আবার বৃষ্টি বাড়বে৷ Photo- File