Weather Update: আবহাওয়া নিয়ে অশনি সংকেত IMD-র, ফের তৈরি ৩ নিম্নচাপ, ১৩ রাজ্যে প্রবল বৃষ্টি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোমবারের প্রবল বৃষ্টির (Kolkata Rain) জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Kolkata and South Bengal)) বিস্তৃর্ণ এলাকা জলের নিচে৷
advertisement
1/5

#কলকাতা: মৌসম বিভাগের (IMD) জারি করা আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) অনুযায়ি ১৩ টি রাজ্য ভাসতে চলেছে প্রবল বৃষ্টিতে৷ পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির (Heavy Rain in West Bengal) পাশাপাশি পশ্চিম রাজস্থান, গুজরাত, উত্তর ছত্তিশগড়, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, উত্তর ও দক্ষিণ কর্ণাটক, গোয়া, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ুর বেশ কিছু অংশে আগামী ৩-৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি (Heavy Rain) হবে৷ বজ্রবিদ্যুৎ (Heavy Rain with Thunderstorm) সহ এই ভারী ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ Photo Courtsey- IMD/Sattelite Picture
advertisement
2/5
কলকাতায় সেপ্টেম্বর মাসে বৃষ্টির ১৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে সপ্তাহান্তে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া বৃষ্টি৷ কলকাতায় সোমবার এত বৃষ্টি হয়েছে যে ১৩ বছরে সেপ্টেম্বরে এত বৃষ্টি কখনও হয়নি৷ সোমবারের প্রবল বৃষ্টির (Kolkata Rain) জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Kolkata and South Bengal)) বিস্তৃর্ণ এলাকা জলের নিচে৷ Photo Courtsey- IMD/Sattelite Picture
advertisement
3/5
মৌসম বিভাগের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ি বাংলার দক্ষিণভাগের সমস্ত জেলাতে মঙ্গলবার সকালে মুক্তি হবে না৷ গত ২৪ ঘণ্টায় ১৪২ মিমি বৃষ্টি হবে৷ ২০০৭ -র ২৫ সেপ্টেম্বর কলকাতায় ১৭৪.৪ মিমি বৃষ্টি হয়েছিল৷ এদিকে ফের তৈরি হওয়া নিম্নচাপ (Low pressure) ঘণীভূত হতে ইতিমধ্যেই শুরু করেছে এবং তার জেরে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা ফের জারি হয়েছে৷ আতঙ্কে প্রহর গুনছে দক্ষিণবঙ্গের মানুষ৷ Photo- File
advertisement
4/5
এর পাশাপাশি উত্তরপ্রদেশের কানপুর, লখনউ, বারাবাঙ্কি, শ্রাবস্তী হমিরপুর এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কায় অ্যালার্ট (Weather Alert) জারি করেছে৷ আইএমডি সোমবার জানিয়েছে চক্রবর্তী বায়ু প্রবাহের কারণে ওড়িশাতে ২৬ সেপ্টেম্বর থেকে ফের প্রবল বৃষ্টি শুরু হবে৷ আইএমডি বলেছে বর্তমানে দুরদরাজ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ ২১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশায় যা প্রভাব ফেলবে৷ বর্তমানে পূর্ব ও মধ্য এবং বঙ্গোপসাগরের খাঁড়িতে পূর্বোত্তর ক্ষেত্রে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ফের নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে৷ Photo- File
advertisement
5/5
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তর পশ্চিমের দিকে বাড়তে বাড়তে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে যার জেরে ফের প্রবল বৃষ্টি হবে৷ Photo- File