Mahua Moitra Wedding: বার্লিনের প্রাসাদে গোপনে বিয়ে মহুয়া মৈত্রের! কনের বেনারসির দামটা কত জানেন? চোখ কপালে উঠবে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Mahua Moitra Wedding: কৃষ্ণনগরের সাংসদের গাল ঢাকা রোদচশমা, স্ট্রেট চুল, নানাবিধ শাড়ি, এমনকী, তাঁর লুই ভিতোঁ ব্যাগও নজর কেড়েছিল। সেই ব্যাগের দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার টাকা।
advertisement
1/6

প্যাস্টেল শেড শাড়ি, গয়নায় সেজে বিয়ে সারলেন মহুয়া মৈত্র। চার হাত এক হল প্রাক্তন ও বর্তমান সাংসদের। শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান।
advertisement
2/6
৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। মহুয়া আদ্যোপান্ত রাজনীতিবিদ। স্বামী পিনাকী মিশ্রও রাজনীতিক, তিনি পেশায় আইনজীবী।
advertisement
3/6
মহুয়া মৈত্রের ফ‍্যাশন নিয়ে সবসময়ই চর্চা হয়ে আসছে। কৃষ্ণনগরের সাংসদের গাল ঢাকা রোদচশমা, স্ট্রেট চুল, নানাবিধ শাড়ি, এমনকী, তাঁর লুই ভিতোঁ ব্যাগও নজর কেড়েছিল। সেই ব‍্যাগের দাম ছিল ১ লক্ষ ৬০ হাজার টাকা।
advertisement
4/6
তাঁর বিয়ের ছবি সামনে আসতেই সকলের মনে তাঁর শাড়ি নিয়ে প্রশ্ন জাগে। কোন ডিজাইনারের শাড়ি পড়ল সাংসদ, কতই বা সেই শাড়ির দাম।
advertisement
5/6
বলিউডের অভিনেত্রীদের প্রিয় ব্র্যান্ড ‘র ম্যাঙ্গো’র শাড়ি। সেই ব্র‍্যান্ডের শাড়ি পরেছিল মহুয়া মৈত্র। শুক্রবার মহুয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই ‘র ম্যাঙ্গো’ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহুয়ার বিয়ের তিনটি ছবি পোস্ট করেছিল।আর পাঁচজন বাঙালি মেয়ের মতোই বিয়েতে বেনারসি শাড়ি পরেছিলেন।
advertisement
6/6
‘র ম্যাঙ্গো’ জানিয়েছে শাড়িটির দাম ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ টাকা। ব্র্যান্ড সূত্র খবর ওই বেনারসিটি তাদের ব্র্যান্ডের সবচেয়ে সূক্ষ্ম কাজের বেনারসিগুলির একটি। শাড়িটির নাম ‘পরিগুল ব্রোকেড বেনারসি’। এতে রয়েছে কড়ওয়া পদ্ধতিতে হাতে বোনা নকশা। এই পদ্ধতিতে প্রতিটি বুটি আলাদা আলাদা ভাবে বোনেন শিল্পীরা।