TMC's 21 July Martyrs' Day Rally: ডিম-ভাত অতীত! এবার একুশে জুলাইয়ের শো-স্টপার 'এই' খাবার! চওড়া হাসি TMC কর্মীদের
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
TMC's 21 July Martyrs' Day Rally: প্রতিবছরই একুশে জুলাইয়ের অন্যতম বড় চমক থাকে মেনু। বিভিন্ন প্রান্ত থেকে আসে কর্মী-সমর্থকদের জন্য আয়োজন করা হয় খাওয়াদাওয়ার।
advertisement
1/6

মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঘড়ির কাঁটা ১২ টা ছুঁলেই শুরু হবে ২১ জুলাইয়ের সভা। গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি তুঙ্গে ২১ জুলাইয়ের সভা নিয়ে।
advertisement
2/6
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শুক্রবার থেকেই লোক ঢুকতে শুরু করেছে কলকাতায়। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
3/6
লোকসভা ভোটে দুর্দান্ত ফলাফলের পর, এবছরের একুশে জুলাইয়ের সভার দিকে তাকিয়ে আছে তৃণমূলের কর্মী সমর্থকদের থেকে গোটা রাজনৈতিক মহল।
advertisement
4/6
প্রতিবছরই একুশে জুলাইয়ের অন্যতম বড় চমক থাকে মেনু। বিভিন্ন প্রান্ত থেকে আসে কর্মী-সমর্থকদের জন্য আয়োজন করা হয় খাওয়াদাওয়ার।
advertisement
5/6
এই কর্মসূচির অন্যতম জনপ্রিয় খাবার ডিম-ভাত। কোনও পরিবর্তন না করে প্রতিবছর একই ভাবে এই মেনুই চলে আসছে। কর্মীদের জন্য প্রস্তুত করা হয়েছে ভাত, ডিম, ডাল, সবজি।
advertisement
6/6
তবে, ডিম-ভাত না এবার কিন্তু শো-স্টপার অন্য একটি খাবার। মুড়ি-ঘুগনির চাহিদা এবার প্রচুর। ডিম-ভাতের সঙ্গে পাল্লা দিয়ে ধর্মতলায় কাঁপাচ্ছে মুড়ি-ঘুগনি।