IMD Weather: কলকাতায় সামান্য বাড়বে পারদ! উত্তরের পাহাড়ে তুষারপাত! শহরে ফের জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
কনকনে ঠান্ডার সাময়িক বিরতি। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। তারপর ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। মঙ্গলবার/বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। অনুমান আবহাওয়া দফতরের।
advertisement
1/10

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় তুষারপাত! উইকেন্ডে আজ ও কাল এই সম্ভবনা বেশি। দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা। রাজ্যে ঘন হবে কুয়াশা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/10
দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা।
advertisement
3/10
ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।
advertisement
4/10
আজ শনিবার কুয়াশার ঘনঘটা থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।কাল রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং নদীয়া জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা।
advertisement
5/10
উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট।আজ শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
6/10
কলকাতা।তাপমাত্রা আরো কিছুটা বাড়ল। কনকনে ঠান্ডার সাময়িক বিরতি। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় বাড়বে তাপমাত্রা। তারপর ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। মঙ্গলবার/বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। অনুমান আবহাওয়া দফতরের।
advertisement
7/10
আজ ও কাল কুয়াশার প্রভাব বাড়বে। মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। শনিবার ও রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি কলকাতায়। আজ তাপমাত্রা বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে আগামী কাল ১৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে শহরের পারদ। ফের আগামী সপ্তাহের মাঝামাঝি ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসবে পারদ।
advertisement
8/10
কলকাতার তাপমাত্রা।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
9/10
এখন পারদ উর্দ্ধমুখী আগামী তিনদিন।আজকের ছিল ১৪ ডিগ্রি। আগামীকাল ১৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনা। দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কাল ছিল ২৩ আজ হবে ২৪ ডিগ্রি। পরবর্তী তিনদিন আগামীকালের পর দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে।
advertisement
10/10
আগামী তিনদিন ঘন কুয়াশার সম্ভাবনা উত্তরের জেলায়।দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুরেই। আগামী কাল পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগণায় আগামী চারদিন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিরপাতের সম্ভাবনা আগামী দুদিন। আজ হালকা তুষারপতের সম্ভাবনা দার্জিলিং-এ।