বিরাট তথ্য ফাঁস...! মেয়েকে নিজের হাতেই 'কীভাবে' করেছিলেন খুন? ট্যাংরা কাণ্ডে অপরাধ স্বীকার বাবার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Tangra Mysterious Death: ট্যাংরা কাণ্ডে জেরার মুখে অপরাধ স্বীকার ছোটভাই প্রসূনের। স্ত্রী রোমি, মেয়ে প্রিয়ম্বদা ও বৌদি সুদেষ্ণা তিন জনকেই খুনের কথা কবুল করলেন প্রসূন দে।
advertisement
1/6

ট্যাংরা কাণ্ডে জেরার মুখে অপরাধ স্বীকার ছোটভাই প্রসূনের। স্ত্রী রোমি, মেয়ে প্রিয়ম্বদা ও বৌদি সুদেষ্ণা তিন জনকেই খুনের কথা কবুল করলেন প্রসূন দে।
advertisement
2/6
উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় দেওয়া বয়ানে স্ত্রী ও বৌদি কে খুনের কথা কবুল করেন প্রসূন। থানায় সোমবার জিজ্ঞাসাবাদে মেয়েকেও শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেন প্রসূন।
advertisement
3/6
আজ, মঙ্গলবার আদালতে পেশ করা হবে প্রসূন দে'কে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হবে পুলিশের তরফে। বিএনএস ১০৩(১) অর্থাৎ খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
4/6
পুলিশ সূত্রের দাবি. এনআরএস হাসপাতাল থেকে বড় ভাই প্রণয় দে ছাড়া পেলে তাকেও গ্রেফতার করে হেফাজতে নেবে পুলিশ। প্রসূনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
5/6
সূত্রের খবর, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হবে প্রসূন দেকে। দাদা প্রণয় দে'কেও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গ্রেফতার করতে পারে পুলিশ? তার প্রবল সম্ভাবনা আছে বলেই সূত্রের খবর।
advertisement
6/6
কারণ, প্রণয় শুধুই নির্দেশক নাকি প্রণয় ও প্রসূন মিলেই খুন তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ সেক্ষেত্রে দুজনকেই হেফাজতে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ৷