টাকার বিনিময়ে মিলছে এসএসসির চাকরি!
Last Updated:
ভুযো নথি নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেফতার এসএসসি চাকরিপ্রার্থী
advertisement
1/6

এসএসসির গ্রুপ ডি এর চাকরির ভুয়ো নথি নিয়ে এসএসসি ভবনে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য এসে হাতেনাতে ধরা পড়ল চাকরিপ্রার্থী। representative image photo source: collected
advertisement
2/6
এসএসসির গ্রুপ ডি এর চাকরির ভুয়ো নথি নিয়ে এসএসসি ভবনে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য এসে হাতেনাতে ধরা পড়ল চাকরিপ্রার্থী। Representative image
advertisement
3/6
চাকরি প্রার্থী অরিজিৎ দাস তমলুকের মধু নামে এক ব্যক্তির সঙ্গে সল্টলেকে এসএসসি ভবনে এক বছর আগে এসেছিল। এসএসসি ভবনের সামনে মধুই বিক্রম মন্ডল নামে এক ব্যক্তির সঙ্গে অরিজিতের আলাপ করায় ৷
advertisement
4/6
চাকরির জন্য বিক্রম মন্ডলকে আড়াই লক্ষ টাকা দেয় অরিজিৎ। অভিযোগ বিক্রম মন্ডল ফেক ওয়েব সাইড খুলে এই চক্র চালাচ্ছে।
advertisement
5/6
2016 তে গ্রুপ ডি পরীক্ষায় ফেল করে অরিজিৎ দাস। তারপর বিক্রম মন্ডল টাকার বিনিময়ে গ্রুপ ডি এর ভুয়ো নথি দেয় । অরিজিৎ দাস মেদিনীপুর এর নন্দীগ্রামে বাসিন্দা। 4 লক্ষ টাকায় পুরো কন্ট্রাক্ট হয়।
advertisement
6/6
ইতিমধ্যেই আড়াই লক্ষ টাকা দিয়েছে অরিজিৎ দাস। আজ দেড় লক্ষ টাকা বিক্রমকে দেওয়ার কথা ছিল। তার আগেই এসএসসি ভবনে ভুয়ো নথি সহ ধরা পড়ে অরিজিৎ দাস।প্রতীকী ছবি