বিবাহবার্ষিকীতে ছবি এঁকে স্ত্রীকে স্মরণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দলের প্রতি তিনি যেমন দায়িত্বশীল, তেমনই পরিবারের প্রতিও শোভনদেববাবু কর্তব্য়জ্ঞান অসীম৷
advertisement
1/6

• বিবাহবার্ষিকীতে ছবি একে স্ত্রীকে স্মরণ করলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়৷
advertisement
2/6
• শোভনদেববাবুর স্ত্রী বিয়োগ হয়েছে৷ তাই বিবাহবার্ষিকীতে উদযাপন করার কোনও উপায় নেই৷ তবে অন্তর থেকে এদিন স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়কে স্মরণ করলেন তিনি৷
advertisement
3/6
• বাবা ও মায়ের পুরনো সাদা-কালো ছবি পোস্ট করলেন ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়৷ লিখলেন...
advertisement
4/6
যেমন বলা হয় যে বিয়ে মানে সাত জন্মের সম্পর্ক, সেই সূত্র ধরেই যেন পরের সাত জন্মও যেন তোমাদের বাবা-মা হিসেবে পাই৷ তোমায় মিস করি মা৷ লিখলেন ছেলে সায়নদেব৷
advertisement
5/6
দলের প্রতি তিনি যেমন দায়িত্বশীল, তেমনই পরিবারের প্রতিও শোভনদেববাবু কর্তব্য়জ্ঞান অসীম৷ তাই তো পারিবারিক কোনও অনুষ্ঠানে তিনি থাকেন ঘর আলো করে৷
advertisement
6/6
বয়স হয়েছে৷ স্ত্রীর অভাববোধ করেন ভীষণভাবে৷ বয়েসকালে সঙ্গী না থাকলে যে কোনও মানুষই একাকীত্বে ভোগেন৷ তৃণমূল নেতাও ব্যতিক্রম নন৷ হয়ত দলের কাজে ব্যস্ততা থাকে তুমুল৷ তবে গৃহিণী না থাকায় ঘর খালি৷ সেখানে তিনি একা৷ তাই তো বিবাহবার্ষিকী উপলক্ষ্যে যে ছবি তিনি স্কেচ করলেন তাতে ধরে পড়ল সেই ভাবনা৷ (Photo Cerdit-Kamalika Sengupta)