Sindur Dan By Dilip Ghosh: মাথা ঢাকা লাল লজ্জাবস্ত্রে, দিলীপ ঘোষ রাঙিয়ে দিলেন নববধূর সিঁথি, কী দিয়ে হল সিঁদুর দান, রইল ফটো অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Sindur Dan By Dilip Ghosh: রেঙে উঠল সীমন্ত, লাজে-সিঁদুরে মাখোমাখো রিঙ্কু মজুমদার-রইল সিঁদুর দানের ফটো
advertisement
1/8

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে ঘিরে আগ্রহ সব মহলেই৷ প্রথমে জানা গিয়েছিল যে শুক্রবার রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হবে৷ তবে এদিনই বৈদিক রীতি মেনে বিয়েও সেরে নেন অভিজ্ঞ বিজেপি নেতা৷ হয়ে গেল বিয়ের সবচেয়ে কাঙ্খিত মুহূর্ত সিঁদুর দানও৷
advertisement
2/8
টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, মাথায় মুকুট, লাল চেলি। নববধূ রূপে রিঙ্কুকে মানিয়েছিল দারুণ। টোপর মাথায় ধুতি-পাঞ্জাবিতে দিলীপকেও লাগছিল বেশ।
advertisement
3/8
মালাবদল থেকে বিভিন্ন লোকচার মেনেই হয় বিয়ের পর্ব৷
advertisement
4/8
পাশাপাশি সিঁদুরদান ঘিরেও আগ্রহ ছিল তুঙ্গে৷ পরনে লাল বেনারসি মাথা ঢাকা হয় লাল রঙের লজ্জাবস্ত্রে৷
advertisement
5/8
তারপর দিলীপ ঘোষ রীতি মেনেই রিঙ্কুর সিঁথিতে সিঁদুরে ভরিয়ে দেন৷ গোল কয়েন দিয়ে নববধূর সিঁথি রাঙিয়ে দেন দিলীপ ঘোষ৷
advertisement
6/8
লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই।
advertisement
7/8
লাল বেনারসি, গলায় ভারী হার পরে পার্লার থেকে সরাসরি বর দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু মজুমদার। সেখানেই নববধূর হাসিমুখে ঘোষণা, “আমি খুব হ্যাপি!”
advertisement
8/8
মায়ের ইচ্ছাপূরণ হল। অবশেষে ছাদনাতলায় বসলেন ৬১ বছরের দিলীপ আর ৫১ বছরের রিঙ্কু। তৃপ্তির হাসি পুষ্পলতা দেবীর মুখে। মায়ের ইচ্ছাপূরণ করতে পেরে খুশি 'নাড়ু' দিলীপও। Input- Paradip Ghosh