TRENDING:

Silver Loot: এক ব্যাগ ভর্তি ১৫ কেজি রুপো, দেখান তো দেখি ব্যাগে কী আছে বলে বাসে উঠল পুলিশ, তারপর

Last Updated:
Silver Loot: কলকাতা শহরের বুকে বাসের মধ্যে এ কী দুঃসাহসিক ঘটনা, ৩০ লক্ষ টাকার রুপো ছিল ব্যাগে...
advertisement
1/4
এক ব্যাগ ভর্তি ১৫ কেজি রুপো, দেখান তো দেখি ব্যাগে কী আছে বলে বাসে উঠল পুলিশ, তারপর
: পুলিশ সেজে রুপো লুঠ, মানিকতলা থানার হাতে গ্রেফতার দুষ্কৃতী দলের ১ সদস্য, বাকিদের খোঁজ চলছে, ধৃত মাসুদ আলি সর্দার, বসিরহাটের বাসিন্দা৷ গরনহাটা থেকে রুপো নিয়ে ফেরার পথে বাস থেকে নামিয়ে লুঠ মানিকতলা থানা এলাকার দুর্গাপুর ব্রিজের ওপর ঘটনা ঘটে৷ Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
2/4
চলন্ত বাস থামিয়ে বাসে উঠে পড়েন চার-পাঁচজনের একটি দল, নিজেদের পুলিশ পরিচয় দিয়ে এক সোনার দোকানের কর্মচারিকে তল্লাশির নামে বাস থেকে নামিয়ে কেড়ে নেওয়া হয় ব‍্যাগব‍্যাগের মধ্যে ছিল ১৫ কেজি রুপো৷  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
3/4
ব‍্যাগ কেড়ে নেওয়ার পর মোবাইলও হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। টাকার পার্স চাইতেই সন্দেহ হয় ওই কর্মচারীর, শুরু করেন চিৎকার৷  Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
4/4
লোক জড়ো হতেই দুষ্কৃতীরা ব‍্যাগ নিয়ে ছুটে পালায়। একজনকে ধরে ফেলেন স্থানীয়‍রা। তুলে দেওয়া হয় লেক টাউন থানার কর্তব্যরত পুলিশের হাতে। পরে ওই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয় মানিকতলা থানার হাতে৷  আজ ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হয়ে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷  Photo Courtesy- Representative (Meta AI)
বাংলা খবর/ছবি/কলকাতা/
Silver Loot: এক ব্যাগ ভর্তি ১৫ কেজি রুপো, দেখান তো দেখি ব্যাগে কী আছে বলে বাসে উঠল পুলিশ, তারপর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল