TRENDING:

Sealdah Station: বিরাট খবর! নাম বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের? রেলমন্ত্রীর সামনেই দাবি তুললেন বিজেপি সাংসদ

Last Updated:
Sealdah Station: পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি হল শহর কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন।
advertisement
1/5
নাম বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের? রেলমন্ত্রীর সামনেই দাবি তুললেন বিজেপি সাংসদ
কলকাতা: শিয়ালদহ থেকে বুধবার একাধিক রেল প্রকল্পে উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আর সেখান থেকেই আরও একবার উঠল শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবিও। সেই প্রস্তাব দিলেন স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শিয়ালদহ স্টেশনের অনুষ্ঠান থেকেই রেলমন্ত্রীর সামনেই শমীক বলেন, ''শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হোক শিয়ালদহ স্টেশনের।''
advertisement
2/5
পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনের মধ্যে একটি হল শহর কলকাতার শিয়ালদহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন সেই ব্রিটিশ আমল থেকেই যাত্রীদের এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার সুবিধা করে দিচ্ছে। বর্তমানে শিয়ালদহ থেকে মেট্রো অবধি চলে, যা সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দেয়।
advertisement
3/5
সেই শিয়ালদহ স্টেশনের নাম আগেই বদলের দাবি উঠেছিল। বিভিন্ন সংগঠনের তরফে সেই দাবি করা হয়েছিল। এবার স্বয়ং বিজেপির রাজ্যসভার সাংসদ সেই দাবি তুললেন।
advertisement
4/5
শমীক এদিন আরও বলেন, ''আজকের রাজনীতি উন্নয়ন কেন্দ্রিক। কেন্দ্রীয় সরকার সংঘর্ষ নয় সম্পৃক্ততা চায়৷ রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নে কেন্দ্র কাজ করবে। একাধিক রেলওয়ে ওভার ব্রিজ পিংক বুকে আছে। কিন্তু বাস্তবায়িত করা যাচ্ছে না। বহু শহর এই রাজ্যের যেখানে তীব্র যানজট হয়৷ এটি বাস্তবায়ন করতে রাজ্যের সাহায্য দরকার। কেন্দ্র যেন এই বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলে।''
advertisement
5/5
এদিকে, অশ্বিনী বৈষ্ণব বলেন, ''রাজ্য সরকারকে অনুরোধ করব রাজনীতি বন্ধ করুন৷ আপনারা কেন্দ্রকে সাহায্য করুন। ৬১ রেল প্রকল্প আটকে আছে। এর টাকা প্রস্তুত। ভোট শেষ হয়ে গেছে। ভোট এলে রাজনীতি আবার হবে৷ এখন রাজনীতি দূরে সরিয়ে রেখে উন্নয়ন কাজের মাধ্যমে ন্যায় করুন।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sealdah Station: বিরাট খবর! নাম বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশনের? রেলমন্ত্রীর সামনেই দাবি তুললেন বিজেপি সাংসদ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল