Vegetable Market Price Hike: বৈশাখী দহনে ক্ষতিগ্রস্ত ধান ও আনাজপাতি চাষ, বাজারে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি শাকসব্জির
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vegetable Market Price Hike: জেলাশহর ও কলকাতার বিভিন্ন বাজারে আনাজপাতির দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া
advertisement
1/6

বৈশাখী দহনে দগ্ধ রাজ্য। দুঃসহ অবস্থার প্রভাব পড়েছে কৃষিতেও। চাষিদের আশঙ্কা এই চড়া তাপমাত্রার প্রভাব পড়তে পারে বোরো ধানের চাষে। ফলন কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
advertisement
2/6
জেলাশহর ও কলকাতার বিভিন্ন বাজারে আনাজপাতির দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। ঝিঙে পটলের দাম লাফিয়ে লাফিয়ে পৌঁছেছে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকায়।
advertisement
3/6
বেগুন, উচ্ছে, বরবটির কেজি প্রতি দাম ছাপিয়েছে ৬০ টাকা। গাজর ও লঙ্কা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকা বা তারও বেশিতে।
advertisement
4/6
পরিসংখ্যান বলছে গত এক মাসে আনাজের দাম গড়পড়তায় বেড়েছে অন্তত ৩০ শতাংশ। এর কারণ হিসেবে দহন জ্বালাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
একে অতিরিক্ত তাপমাত্রায় কমে গিয়েছে ফলন। তাছাড়া বাজারে যে শাকসব্জি আসছে তার গুণমানও বেশ খারাপ।
advertisement
6/6
অতিরিক্ত গরমে শুকিয়েছে সেচের জল। ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের ফলন। সব মিলিয়ে চাল এবং সব্জির বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা।