Cyclone Yaas Precautions: দিঘার কাছেই ফুঁসছে ইয়াস, ভয়াবহ বিপদ এড়াতে কী করবেন কী করবেন না-সিইএসসি গাইডলাইন জানুন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
বাড়িতে থেকেও ছোট ভুলেরও মাশুল গুনতে হতে পারে। সে কথা মাথায় রেখেই গাইডলাইন জারি করল সিইএসসি। কী করবেন, কী করবেন না জানুন।
advertisement
1/8

আর কিছুক্ষণেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। তার আগে গতকালই উত্তর চব্বিশ পরগণায় মিনি টর্নেডোতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। আজকের ঘূর্ণিঝড়ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বাড়িতে থেকেও ছোট ভুলেরও মাশুল গুনতে হতে পারে। সে কথা মাথায় রেখেই গাইডলাইন জারি করল সিইএসসি। কী করবেন, কী করবেন না জানুন।
advertisement
2/8
আতঙ্কিত না হয়ে সরকারি ও নির্ভরযোগ্য অন্যান্য নির্দেশিকা মেনে চলুন।
advertisement
3/8
আপৎকালীন প্রয়োজনের জন্য যে অত্যাবশ্যক সামগ্রী যেমন খাদ্য ওষুধ জল ইত্যাদি প্রস্তুত রাখুন।
advertisement
4/8
মোবাইল ফোন, ইনভার্টার, পাওয়ার ব্যাঙ্ক ইমার্জেন্সি লাইট ইত্যাদি বৈদ্যুতিন সরঞ্জামগুলিতে সাধ্যমতো চার্জ দিয়ে রাখুন।
advertisement
5/8
জানলা বা গ্রিলের আশেপাশে কোনও বিদ্যুতের তার থাকলে তা বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হওয়ার আগেই সরিয়ে দিন।
advertisement
6/8
ঘূর্ণিঝড়ের আগে বাড়িতে বা নিকটবর্তী স্থানে আশ্রয় নিন। ঘূর্ণিঝড়ের সময়ে বাইরে বেরোবেন না।
advertisement
7/8
স্যাঁতস্যাঁতে দেওয়ালে সুইচবোর্ড হাত দিয়ে ধরবেন না। এতে যে কোনও সময়ে বিপদ হতে পারে।
advertisement
8/8
বিদ্যুৎবাহী কোনো তার পড়ে থাকতে দেখলে হাত দেবেন না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময়ে কোনও ঝুলন্ত তারে ভুলেও হাত দেবেন না। অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।