বিধানসভা ভোটের আগেই তৃণমূলের বড় চমক, দলে যোগ দিচ্ছেন তারকা স্বামী-স্ত্রী!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
একদিকে অবশ্য অনস্ক্রিন স্বামী যোগ দিয়েছেন প্রতিদ্বন্দ্বী দলে৷
advertisement
1/5

#কলকাতা: ভোটের বাজার সরগরম৷ যত দিন এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ৷ এই অবস্থায় শাসক দল তৃণমূল এবং প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি প্রচুর তারকাদের নিজেদের দলে সই করাচ্ছেন৷ দুই দলই একাধিক তারকাকে বিভিন্ন এলাকায় প্রার্থীও করেছে৷ এরই মধ্যে শনিবার ফের এল নতুন তারকা যোগের খবর৷ এবার একেবারে নব দম্পতি তারকা জুটি যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে৷ Photo- News 18 Bangla
advertisement
2/5
টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা৷ নীল জনপ্রিয় এ দীর্ঘদিন ধরে চালু কৃষ্ণকলি ধারাবাহিকের মূল পুরুষ চরিত্র ৷ আর তৃণা সাহা এই মুহূর্তে অভিনয় করছেন খড়কুটো ধারাবাহিকে৷ সেটির মূল নারী চরিত্র তিনি৷ এবার এই নব দম্পতি-র যোগদান তৃণমূলে৷
advertisement
3/5
নীল -তৃণার বিয়েতে হাজির হয়েছিলন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেবেন নীল -তৃণা৷
advertisement
4/5
এদিকে আরও একটা মজার কথা খড়কুটো সিরিয়ালে তৃণার স্বামীর চরিত্রে অভিনয় করা কৌশিক রায় কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন৷
advertisement
5/5
অনস্ক্রিন স্বামী-স্ত্রী- আলাদা আলাদা রাজনৈতিক দলে যোগদান নিয়ে টলি পাড়া সরগরম৷ অন্যদিকে রিয়েল লাইফের স্বামী স্ত্রীকে স্বাগত জানাল তৃণমূল নেতৃত্ব৷