TRENDING:

পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন

Last Updated:
Naktala Udayan Sangha: এ বছর অতিমারি স্তিমিত, কিন্তু নাকতলা উদয়ন সঙ্ঘের ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে অন্য কারণেও৷
advertisement
1/10
পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
কলকাতায় যে সব সর্বজনীন পুজোয় দর্শনার্থীদের ঢল নামে, তাদের মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সঙ্ঘ৷ কোভিড পর্বের আগে এটাই ছিল চেনা ছবি৷ এ বছর অতিমারি স্তিমিত, কিন্তু নাকতলা উদয়ন সঙ্ঘের ক্ষেত্রে পট পরিবর্তন হয়েছে অন্য কারণেও৷
advertisement
2/10
এই পুজোর সঙ্গে জড়িয়ে থাকা, অন্যতম প্রধান উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায় আজ জেলবন্দি৷ এ যাবৎকাল ধরে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর ‘মুখ’ অর্পিতা চট্টোপাধ্যায়ও বন্দিনী৷ দর্শনার্থীদের আশঙ্কা এ বার কি তবে ম্লান হতে চলেছে এই পুজোর জৌলুস?
advertisement
3/10
নাকতলার পুজোর উদ্যোক্তারা অবশ্য মরিয়া চেষ্টা করেছেন পুজোর সাফল্যের জন্য৷ এ বার তাঁদের পুজোর থিম সমাজের খেটে খাওয়া মানুষ এবং মোটা কাপড়৷
advertisement
4/10
প্রতিমা, মণ্ডপ ও অন্যান্য অনুষঙ্গে তাঁরা তুলে ধরেছেন সমাজের শ্রমজীবী অংশকে৷ মোটা সুতোয় বোনা বেশ কিছু হস্তশিল্পের নমুনা আছে মণ্ডপে৷
advertisement
5/10
গত ১১ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে এসেছেন এই পুজোর৷ তাঁকে পুজো কমিটির তরফে চিঠি দিয়ে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হত৷
advertisement
6/10
জানা গিয়েছে পুজো কমিটির তরফে এ বারও আমন্ত্রণ জানানো হয়েছে৷ কিন্তু দর্শনার্থীদের অনুমান, এ বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর উদ্বোধনে দেখা যাবে না মুখ্যমন্ত্রীকে৷
advertisement
7/10
সেরকমই আভাস মিলেছে সামাজিক মাধ্যমে নাকতলা উদয়ন সঙ্ঘের পেজ থেকেও৷ সেখানে বলা হয়েছে ‘বাস্তবের দুর্গা’-দের উপস্থিতিতেই হবে উদ্বোধন৷
advertisement
8/10
‘মানবতার পুজো’ শীর্ষক পোস্টারে তুলেও ধরা হয়েছে সমাজের শ্রমজীবী বিভিন্ন পেশার মহিলাদের৷ বুধবার বিকেল ৫ উদ্বোধন করা হবে এই পুজোর৷
advertisement
9/10
৩৪ বছরের পুরনো এই পুজোয় এ বছর সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার খুলে দেওয়া হবে বুধবার রাত ৯ থেকে৷
advertisement
10/10
প্রসঙ্গত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর উদ্বোধন সংক্রান্ত একটি পুরনো ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে৷ সেখানে পার্থ-অর্পিতার সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এই ভিডিও কেন্দ্র করে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল