TRENDING:

মুখে চাপা দেওয়া বালিশ, বাগুইআটিতে উদ্ধার নর্তকীর দেহ! উধাও সঙ্গী

Last Updated:
advertisement
1/6
মুখে চাপা দেওয়া বালিশ, বাগুইআটিতে উদ্ধার নর্তকীর দেহ! উধাও সঙ্গী
ঘর বাইরে থেকে তালা দেওয়া৷ ভিতরে মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় খাটের উপরে উদ্ধার হল বার ডান্সারের দেহ৷ এই ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়াল বাগুইআটির ওল্ড ক্যানাল রোডে৷ (Info and Photo-Anup Chakraborty)
advertisement
2/6
জানা গিয়েছে, মৃতের নাম সুইটি কউর৷ তিনি আদতে পঞ্জাবের বাসিন্দা৷ জানা গিয়েছে, মাস তিনেক আগে এক যুবকের সঙ্গে বাগুইআটির ইস্ট ক্যানাল রোডের একটি বাড়িতে ভাড়া আসেন সুইটি৷ স্বামী- স্ত্রী পরিচয়েই বাড়ি ভাড়া নেয় যুগল৷ যদিও ঘটনার পর থেকেই উধাও সৌরভ চক্রবর্তী নামে যুবতীর সঙ্গী৷ ওই যুবকই তাঁকে খুন করে পালিয়েছেন বলে অনুমান পুলিশের৷ (Info and Photo-Anup Chakraborty)
advertisement
3/6
বাড়ির মালিক এবং প্রতিবেশীরা জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর শেষ বার সুইটিকে বাড়ির বাইরে দেখা গিয়েছিল৷ তার পর থেকে তাঁকে দেখা যায়নি৷ ঘরের থেকে দুর্গন্ধ পেয়েও সন্দেহ হয় বাড়ির মালিকের৷ শেষ পর্যন্ত এ দিন সকালে পুলিশ এসে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে৷ (Info and Photo-Anup Chakraborty)
advertisement
4/6
বাড়ির মালিকের স্ত্রী আভা মণ্ডল জানিয়েছেন, সৌরভ চক্রবর্তী নামে ওই যুবক নিজের এক বন্ধুর কাছে ঘটনার কথা স্বীকার করে নেয়৷ সেই সূত্রেই খবর পেয়ে এলাকায় এসে সৌরভের খোঁজ করে পুলিশ৷ (Info and Photo-Anup Chakraborty)
advertisement
5/6
জানা গিয়েছে, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না৷ তবে নাকে সামান্য রক্তের দাগ পাওয়া গিয়েছে৷ ফলে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের৷ (Info and Photo-Anup Chakraborty)Representational Image
advertisement
6/6
ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ নিহতের বাড়ির ঠিকানা খুঁজে বের করে খবর দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷ পাশাপাশি তাঁর পলাতক সঙ্গী সৌরভ চক্রবর্তীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ (Info and Photo-Anup Chakraborty)
বাংলা খবর/ছবি/কলকাতা/
মুখে চাপা দেওয়া বালিশ, বাগুইআটিতে উদ্ধার নর্তকীর দেহ! উধাও সঙ্গী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল