Kolkata Metro: ভাইফোঁটার দিন কলকাতা মেট্রোর সূচিতে বিরাট পরিবর্তন! জেনে নিন বিস্তারিত সূচি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: মেট্রোরেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে ২৭২টি পরিষেবার পরিবর্তে বৃহস্পতিবার, অর্থাৎ ভাইফোঁটার দিন ১৮২টি (৯১টি আপ এবং ৯১টি ডাউন) মেট্রো চলবে। অন্যান্য রুটেও ব্যাপক রদবদল।
advertisement
1/5

মেট্রোরেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে ২৭২টি পরিষেবার পরিবর্তে বৃহস্পতিবার, অর্থাৎ ভাইফোঁটার দিন ১৮২টি (৯১টি আপ এবং ৯১টি ডাউন) মেট্রো চলবে।প্রথম পরিষেবা:-06:50-এ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)06:54-এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)06:55-এ মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)06:55-এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
advertisement
2/5
শেষ পরিষেবা: -21:28-এ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)21:32-এ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোন পরিবর্তন নেই)21:44-এ শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (কোনও পরিবর্তন নেই)
advertisement
3/5
সবুজ লাইনসবুজ লাইন, অর্থাৎ ইস্ট-ওয়েস্টে ২২৬টি পরিষেবার পরিবর্তে ১৪৮টি পরিষেবা (৭৪টি আপ এবং ৭৪টি ডাউন) চলবে।প্রথম পরিষেবা: -হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ০৬:৩০-এ (কোনও পরিবর্তন নেই)সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬:৩২-এ (কোনও পরিবর্তন নেই)
advertisement
4/5
শেষ পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ২১:৪৫-এ (কোনও পরিবর্তন নেই)সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১:৪৭-এ (কোনও পরিবর্তন নেই)
advertisement
5/5
তবে ভাইফোঁটার দিন হলুদ লাইন, কমলা লাইন এবং বেগুনি লাইনে স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।