Duare Sarkar: 'দুয়ারে সরকারে' কত মানুষ উপকৃত, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Duare Sarkar: পরিসংখ্যান বলছে, গত ১৬ অগস্ট থেকে তিন কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নিতে এসেছেন। তা নিয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
advertisement
1/5

তৃতীয় বার ক্ষমতায় এসেই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে আরও বড় আকারে কর্মসূচি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কাজে সরকারি আধিকারিকদের কাজের ভূয়সী প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান বলছে, গত ১৬ অগস্ট থেকে তিন কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নিতে এসেছেন।
advertisement
2/5
শুক্রবার এ বিষয়ে উচ্ছ্বসিত হয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বেশি সংখ্যক মানুষকে সরকারি ক্যাম্পে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। আর এই সাফল্যের কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদেরও শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
advertisement
3/5
এদিন মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন, '১৬ অগস্ট থেকে তিন কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। এই তথ্য আপনাদের জানাতে পেরে আমি খুবই খুশি। এই উদ্যোগকে সফল করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসারদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলার মানুষকে ধন্যবাদ জানাই সরকারি ক্যাম্পে এসে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য।’
advertisement
4/5
প্রসঙ্গত, বিধানসভা ভোটকে পাখির চোখ করে ২০২০ সালের ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার এবং কৃষকবন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাওয়া যায়।
advertisement
5/5
অপরদিকে, বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসেই ‘দুয়ারে রেশন’,’ স্টুডেন্ট ক্রেডিট কার্ড’, ’লক্ষীর ভান্ডার’-সহ একাধিক জনমুখী প্রকল্প জনসাধারণের জন্য চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের কাজও শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Banerjee) সরকার। এক মাসেরও কম সময়ে এক কোটিরও বেশি আবেদন ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র (Lakshmir Bhandar) জন্য জমা পড়েছে।