TRENDING:

Mamata Banerjee on Congress: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার

Last Updated:
ফলে আঞ্চলিক দলগুলিকে নিয়েই বিজেপির বিরুদ্ধে জোট গড়ে তোলার আহ্বান এদিন ফের একবার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Congress)।
advertisement
1/6
'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
তৃণমূলই বিকল্প৷ সেই শর্ত মেনে বিজেপিকে আটকাতে কংগ্রেস যদি জোটে আসতে চায়, তাহলে স্বাগত৷ গত ডিসেম্বরের মাঝামাঝি গোয়ায় কংগ্রেসের প্রতি কিছুটা নমনীয় হয়ে এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Congress)। কিন্তু বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বিজেপিকে সরাতে আঞ্চলিক দলের ওপরেই ভরসা রাখছেন তিনি। কংগ্রেসকে ছাড়াই একলা চলার ডাক দিলেন মমতা (Mamata Banerjee on Congress)।
advertisement
2/6
এদিন তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, 'কংগ্রেস বিজেপির হয়ে ভোট করে দেয়'। ফলে আঞ্চলিক দলগুলিকে নিয়েই বিজেপির বিরুদ্ধে জোট গড়ে তোলার আহ্বান এদিন ফের একবার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Congress)। পাশাপাশি বুঝিয়ে দেন, কংগ্রেস নয় বরং আঞ্চলিক দলকেই ভরসা করছেন তিনি।
advertisement
3/6
গত ডিসেম্বরের শুরুতেই মুম্বই সফরে গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে পাশে দাঁড় করিয়ে কংগ্রেসের 'ক্যাপ্টেন' হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন 'চ্যালেঞ্জার' মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পাওয়ারকে পাশে দাঁড় করিয়ে মমতা প্রশ্ন করেছিলেন, 'ইউপিএ কই?' সেদিন জবাবও দেন নিজেই, বলেছিলেন 'ইউপিএ নেই!'
advertisement
4/6
এর পরই সারা দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছিল বিরোধী জোটে মমতার কংগ্রেসকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য। কংগ্রেস সেই বাউন্সারের ভয় কাটিয়ে উঠে ক্রিজে টিকে থাকতে পারে কি না তা জানার অপেক্ষায় ছিলেন বিরোধীরা।
advertisement
5/6
মমতার দাবি, আগামিদিনে নতুন করে বিজেপি বিরোধী জোট তৈরি হবে৷ যারা বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়াই করছে, তারাই ওই জোটে থাকবে৷ কারণ, তাঁর মতে, দেশে যেমন ফ্যাসিজিম চলছে, এর বিরুদ্ধে শক্তিশালী বিকল্প দরকার৷ মমতার মুম্বই সফরে এমন কথা শোনা গিয়েছিল শরদ পাওয়ারের মুখেও।
advertisement
6/6
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা লড়তে তৈরি। আমরা বিজেপিকে হঠাতে তৈরি। সব আঞ্চলিক দল আসুন একসাথে কাজ করি৷ বিজেপিকে পরাস্ত করি। আমার একটাই লড়াই শিল্প আর কর্মসংস্থান করা।' তাঁর কথায়, 'বিজেপি চু কিতকিত দল। দুই পান্ডা তার। কিচ্ছু নেই বাজেটে। একটা কথা বলেনি মানুষের জন্যে। হিরে চায় হিরে। শাক, মাছ চায় না। হিরের ঝোল, তরকারি বানাবে। হিরের ঘন্ট খাবে। কিছু বললেই পেগাসাস, বিজেপির সবচেয়ে বড় দালাল নাভিশ্বাস। দুর্বিষহ রাজনৈতিক দল। দেশের পরম্পরা, হেরিটেজ নষ্ট করে দিয়েছে।' ছবি ও তথ্য-- আবীর ঘোষাল
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Banerjee on Congress: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল