TRENDING:

Madan Mitra: 'দিদির' মঞ্চে 'দাদা-বৌদি'! এই প্রথম এমন পদক্ষেপ নিলেন মদন মিত্র...

Last Updated:
Madan Mitra: লাইমলাইট থেকে দূরে থাকা স্ত্রী অর্চনা মিত্রকে নিয়েই এবার ক্যামেরার সামনে দাঁড়ালেন মদন মিত্র।
advertisement
1/5
'দিদির' মঞ্চে 'দাদা-বৌদি'! এই প্রথম এমন পদক্ষেপ নিলেন মদন মিত্র...
অসাধ্যসাধন করলেন 'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতির সবচেয়ে কালারফুল ব্যক্তিত্ব মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের জনপ্রিয়তা 'ওহ লাভলি'! এমনকী মহিলা মহলেও মদন মিত্রের জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু সেই মদন মিত্রকে কখনও তাঁর স্ত্রী অর্চনা মিত্রকে নিয়ে প্রকাশ্যে দেখা যায় না।
advertisement
2/5
লাইমলাইট থেকে দূরে থাকা সেই অর্চনা দেবীকে নিয়েই এবার ক্যামেরার সামনে দাঁড়ালেন মদন মিত্র। সৌজন্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো ‘দিদি নম্বর ১’। সেখানেই এক মঞ্চে দেখা মিলল সস্ত্রীক মদন মিত্রর। যা দেখে অনেকেই অবাক হয়েছেন বৈকি! অনেকেই আবার বলছেন, ‘ওহ লাভলি’।
advertisement
3/5
মদন মিত্র অবশ্য বলছেন, তিনি 'দিদি নম্বর ১'-এ আসার জন্যে বরাবরই উৎসুক ছিলেন। তাঁর কথায়, ''আমি তো অপেক্ষায় ছিলাম, কবে রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর শো-তে ডাকবেন। আমার তো অভিমানও হত, রাজনীতি করি বলেই কি আমাদের ডাকেন না তিনি? আজ আর আমার কোনও অভিমান নেই!''
advertisement
4/5
তবে, পিছিয়ে থাকেননি মদন-জায়া অর্চনাও। মদন মিত্রের মহিলা-ভক্তদের কথা উঠতেই অর্চনাদেবীর সরস জবাব, ''ঘুড়ি যতই উড়ুক, লাটাই তো আমার হাতে!'' সেই উত্তর শুনেই মদনের সেই চির পরিচিত মন্তব্য, "ওহ লাভলি''
advertisement
5/5
তবে শুধু মদন মিত্র নন, এই এপিসোডে আরেক চমক কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ও। বাবুলও স্ত্রী রচনা শর্মাকে নিয়ে 'দিদি'র মঞ্চে হাজির হয়েছেন। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সস্ত্রীক শিবাজি চট্টোপাধ্যায় এবং রাঘব চট্টোপাধ্যায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক নচিকেতাও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Madan Mitra: 'দিদির' মঞ্চে 'দাদা-বৌদি'! এই প্রথম এমন পদক্ষেপ নিলেন মদন মিত্র...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল