TRENDING:

Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর শেষ লগ্নে বৃষ্টি? হাওয়া অফিসের 'বিরাট' পূর্বাভাস

Last Updated:
সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ।
advertisement
1/5
বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর শেষ লগ্নে বৃষ্টি? জানুন পূর্বাভাস
আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তেজ। বঙ্গোপসাগরের নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? এখনও পর্যন্ত সেই সম্ভাবনার কথা স্পষ্ট করে না জানালেও বঙ্গোপসাগরের নিম্নচাপ সুন্দরবন উপকূলে ধেয়ে আসবে একথা স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। পুজোর শেষ লগ্নে তাই দুর্যোগের আশঙ্কা রয়েছে।
advertisement
2/5
উপকূল বরাবর এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা। এর ফলে রাজ্যের উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে উপকূলের জেলায় হালকা ঝোড়ো হাওয়া। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত দুর্যোগ বাড়তে পারে। দশমী ও একাদশী মৎস্যজীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
3/5
অষ্টমী পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। রবিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে হাওয়া বদল। সোমবার অর্থাৎ নবমীর দিন উপকূলের জেলায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ,দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
advertisement
4/5
কলকাতায় রবিবার পর্যন্ত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। উত্তুরে হাওয়ার প্রভাবে মনোরম আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। জলীয় বাষ্পের পরিমাণ কমছে। আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকে হাওয়া বদল হতে পারে। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন এবং বুধবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
advertisement
5/5
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর শেষ লগ্নে বৃষ্টি? হাওয়া অফিসের 'বিরাট' পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল