TRENDING:

Weekend Destination : বাইকে চেপে ঘুরতে ভালবাসেন? শীত থাকতে থাকতে কলকাতার কাছে এই জায়গায় ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে, গ্যারান্টি

Last Updated:
Weekend Destination : যারা বাইক হাতে পেলেই অজানার পথে ছুটে যেতে ভালোবাসেন, কিংবা ছুটি পেলেই একটু নির্জনতা খুঁজে বেড়ান, তাঁদের জন্য এই জায়গা হতে পারে একেবারে আদর্শ ঠিকানা।
advertisement
1/6
বাইকে চেপে ঘুরতে ভালবাসেন? শীত থাকতে থাকতে কলকাতার কাছে এই জায়গায় ঘুরে আসুন
আউশগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলায় এমন এক জায়গা রয়েছে, যা একবার গেলে বারবার টানবে বাইকপ্রেমীদের। যারা বাইক হাতে পেলেই অজানার পথে ছুটে যেতে ভালোবাসেন, কিংবা ছুটি পেলেই একটু নির্জনতা খুঁজে বেড়ান, তাঁদের জন্য এই জায়গা হতে পারে একেবারে আদর্শ ঠিকানা।
advertisement
2/6
কোথায় সেই জায়গা? নাম বলার আগে চলুন একটু অনুভব করা যাক পথটা।ভাবুন তো কালো পিচের রাস্তা, তার দু’পাশ জুড়ে ঘন সবুজ জঙ্গল। চারপাশে নেই শহরের কোলাহল, নেই যানজটের ব্যস্ততা। শুধু রাস্তা, প্রকৃতি আর আপনার বাইকের শব্দ। নির্জনতাই এই পথের সবচেয়ে বড় আকর্ষণ।
advertisement
3/6
সেই নির্জনতার টানেই বারবার ছুটে আসতে ইচ্ছে করবে এই পথে।বাইক চালাতে চালাতে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এমন অভিজ্ঞতা আজকাল খুব কমই মেলে।
advertisement
4/6
পথযাত্রী বনশ্রী চ্যাটার্জীর কথায়,“সত্যিই এই রাস্তা খুবই ভালো এবং অত্যন্ত নির্জন। এখনকার দিনে এমন রাস্তা চোখে পড়ে না। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যেতে আলাদাই ভালো লাগে।”এবার বলি সেই জায়গার নাম। এই স্বর্গসম অনুভূতির ঠিকানাটি রয়েছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে।
advertisement
5/6
সেখানে পৌঁছতে হলে প্রথমে আসতে হবে গুসকরা। গুসকরা থেকে অল্প দূরেই আউসগ্রাম। আউসগ্রাম থানা পার করার পর কিছুটা এগোলেই চোখে পড়বে এই মনকাড়া রাস্তা।
advertisement
6/6
ইচ্ছে হলে প্রিয় বন্ধু বা সঙ্গীকে সঙ্গে নিয়ে একদিন বেরিয়ে পড়তেই পারেন এই পথে। নির্জনতা, সবুজ জঙ্গল আর বাইকের রাইড, সব মিলিয়ে পূর্ব বর্ধমানের আউসগ্রাম হতে পারে রাইডারদের নতুন প্রিয় ঠিকানা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weekend Destination : বাইকে চেপে ঘুরতে ভালবাসেন? শীত থাকতে থাকতে কলকাতার কাছে এই জায়গায় ঘুরে আসুন, মন ভাল হয়ে যাবে, গ্যারান্টি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল