Kolkata Weather Update: আলিপুরে পারদ চল্লিশ ছুঁই ছুঁই! মরশুমের উষ্ণতম দিন কলকাতায়, বৃষ্টি কবে? যা জানাচ্ছে আবহাওয়া দফতর...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata Weather Forecast: রাজ্যজুড়ে আগামী কয়েকদিন আবারও বাড়তে চলেছে উষ্ণতা এবং আপেক্ষিত আর্দ্রতা। দুইয়ে মিলিয়ে চূড়ান্ত অস্বস্তির শিকার হবে বঙ্গবাসী। তেমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/9

একটি ঘূর্ণাবর্তের অক্ষরেখার প্রভাবে বিগত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও দেখা মেলেনি সেই চেনা বৈকালিক ঝড় ও বৃষ্টির। ফলত চূড়ান্ত আশাহত হয়েছেন বঙ্গবাসী।
advertisement
2/9
তীব্র দাবদাহে পুড়ছে শহরবাসী। বাড়িতেও হাঁসফাঁস অস্বস্তি। সেইসঙ্গে বাইরে বেরোলেই চাঁদিফাটা গরম।
advertisement
3/9
এরই মধ্যে শনিবার থেকে আবারও রোদ ঝলমলে বাংলার আকাশ। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রাজ্যজুড়ে আগামী কয়েকদিন আবারও বাড়তে চলেছে উষ্ণতা এবং আপেক্ষিত আর্দ্রতা। দুইয়ে মিলিয়ে যে চূড়ান্ত অস্বস্তির শিকার হবে বঙ্গবাসী তা বলাই বাহুল্য। অতন্ত তেমনটাই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
4/9
রাজ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে ঠিকই (West Bengal Weather Update)। কিন্তু দক্ষিণবঙ্গ পুড়ছে গরমে। এই পরিস্থিতিতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সেইসঙ্গে কলকাতাবাসীর জন্যও নেই কোনও সুখবর।
advertisement
5/9
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
6/9
আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তার পর আবহাওয়ার সামান্য বদল হতে পারে। তবে এখনও বৃষ্টির কোনও আশা নেই তিলোত্তমার বুকে। অতএব আবহাওয়ায়বিদদের পরামর্শ আরও গরমের জন্য প্রস্তুত থাকুক শহরবাসী।
advertisement
7/9
আগামিকাল রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিনবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৯° এবং ২৭° সেলসিয়াস।
advertisement
8/9
অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বেশ কয়েকটি জেলাজুড়ে তাপপ্রবাহে অস্বস্তিতে ভোগান্তি হবে মানুষের।
advertisement
9/9
জেলার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে জেলায় জেলায়। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। তবে আরও দুঃসংবাদ দিয়ে আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে আগামী সপ্তাহে। অর্থাৎ আরও গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।