ফাঁসি নয়...! বিচারকের কাছে 'বড়' আবেদন সঞ্জয়ের আইনজীবীর, পেশ করলেন 'নথি'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Kolkata Doctor Murder Case: কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শুরু হয়েছে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার শুনানি। শুনানির শুরুতেই এদিন বিচারপতি সঞ্জয় রাইয়ের কথা শোনেন। বার বারই নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয়।
advertisement
1/6

কলকাতায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় শুরু হয়েছে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণার শুনানি। শুনানির শুরুতেই এদিন বিচারপতি সঞ্জয় রাইয়ের কথা শোনেন। বার বারই নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয়।
advertisement
2/6
অন্যদিকে নৃশংস এই খুনের ঘটনাকে বিরলের চেয়ে বিরলতম ঘটনা বলে মৃত্যুদণ্ডের দাবি জানায় সিবিআই। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী তাঁর সওয়ালে বলেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়৷ মৃত্যুদণ্ড নয়, বিকল্প সাজা দিক আদালত।
advertisement
3/6
সঞ্জয়ের আইনজীবী সেঁজুতি চক্রবর্তী সওয়ালে আরও বলেন, "সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় আসামিকে শোধরানোর সুযোগ দেওয়ার কথা বারবার বলেছে। নূন্যতম নথি নিয়ে সন্দেহ থাকলে। ধারনার বশবর্তী হযে কোনও সাজা হয়ে থাকলে তা বিবেচনায় আরও আনা উচিত৷ সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলেছে। আমাদের এই কেসেও সেরকমই বিষয় লুকিয়ে থাকতে পারে।"
advertisement
4/6
এই সংক্রান্ত একটি লেটেস্ট স্টাডি পেশ করেন আইনজীবী সেঁজুতি চক্রবর্তী। ন্যাশনাল ইউনিভার্সিটি দিল্লির ডেথ রো পানিশমেন্টের উপর করা ওই নথিতে মেন্টাল হেল্থ, পারিবারিক অবস্থান সবকিছু ভেবে দেখা উচিত বলে মন্তব্য করা হয়েছে। সেইসঙ্গে ফাঁসির সাজার সমালোচনা করেছে ওই স্টাডি।
advertisement
5/6
সঞ্জয়ের ওই আইনজীবী তাঁর আবেদনে বলেন, "বিকল্প সাজা দিক আদালত মৃত্যুদন্ড ছাড়া- অন্য কোনও সাজা দেওয়া হোক।"
advertisement
6/6
এর পরিপ্রেক্ষিতে তাঁর সওয়ালে নির্যাতিতার পরিবারে আইনজীবী অমর্ত্য দে বলেন, "আসামীর চরিত্র দেখুন, সে সিভিক ভলেন্টিয়ার। আরজি করে ছিল, কেউ এটা অস্বীকার করেনি। কোনও সাক্ষী তার উপস্থিত নিয়ে সন্দেহ রাখেনি৷ আসামিকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক।"