TRENDING:

Indian Railways Pantry Service| রেলে ফিরছে প্যান্ট্রি, কম্বল-বিছানার পরিষেবা, আসনে বসেই অনলাইনে কী ভাবে খাবার অর্ডার করবেন?

Last Updated:
Indian Railways Pantry Service| দেশের করোনা গ্রাফ নিম্নমুখী তাই চালু হয়ে যাচ্ছে রেলের বিছানা ও কম্বল পরিষেবাও।
advertisement
1/6
রেলে ফিরছে প্যান্ট্রি, কম্বল-বিছানার পরিষেবা, অনলাইনে কী ভাবে খাবার অর্ডার করবেন
২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল রেলের ই-ক্যাটারিং পরিষেবা। আইআরসিটিসি সূত্রে খবর আগামী সপ্তাহেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তাই নয়, দেশের করোনা গ্রাফ নিম্নমুখী তাই চালু হয়ে যাচ্ছে রেলে বিছানা ও কম্বল পরিষেবাও।
advertisement
2/6
রেলের স্ক্যাটারিং পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল গত বছরের মার্চ মাসে। চালু হয়েছে এই পরিষেবাও। কীভাবে এই ক্যাটারিংয়ের খাওয়ার বুক করবেন?
advertisement
3/6
প্রথমেই আইআরসিটিসি ক্যাটারিং ওয়েবসাইটটিতে যেতে হবে। সেখানে আপনার ১০ সংখ্যার পি এন আর নম্বর টি দিয়ে অ্যারো বাটন এ ক্লিক করতে হবে। এবার আসবে বিভিন্ন ক্যাফে রেস্তোরাঁ আউটলেটের তালিকা।
advertisement
4/6
সেই তালিকা থেকে বেছে নিতে হবে পছন্দের খাবার। সঙ্গে বেছে নিতে হবে পেমেন্ট মেথড। প্রয়োজনে ক্যাশ অন ডেলিভারিও করা যেতে পারে।
advertisement
5/6
অর্ডার করে দিলেই আপনার সিটে এসে খাবার দিয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি।
advertisement
6/6
ডোমিনোজ, রেলরেস্তো, ফুড যাত্রী এমন ৫০০টির বেশি রেস্তোরাঁ সংযুক্ত রয়েছে এই পরিষেবার সঙ্গে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Indian Railways Pantry Service| রেলে ফিরছে প্যান্ট্রি, কম্বল-বিছানার পরিষেবা, আসনে বসেই অনলাইনে কী ভাবে খাবার অর্ডার করবেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল