IMD West Bengal Weather: ২০ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা...? কালীপুজোর আগেই শীতের কামড়! কনকনে ঠান্ডা কবে? জানিয়ে দিল আলিপুর
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD West Bengal Weather: একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দুই বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের প্রভাব বেড়েছে এবং জলীয়বাষ্পর পরিমান অনেকটাই কমেছে।
advertisement
1/9

কালীপুজোর আগেই জেলায় জেলায় তাপমাত্রার পতন। আলিপুর আবহাওয়ার আপডেট জানাচ্ছে মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরবে রাজ্যে। পুবালী হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বেশি আসবে। বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে আর নামবে তাপমাত্রা।
advertisement
2/9
একধাক্কায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দুই বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের প্রভাব বেড়েছে এবং জলীয়বাষ্পর পরিমান অনেকটাই কমেছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৬ দিন।
advertisement
3/9
তবে রাতের তাপমাত্রা কমবার একটা সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা।
advertisement
4/9
সকালের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘণ্টায় কমবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/9
পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোনও ওয়েদার সিস্টেম নেই এবং উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব রয়েছে তাই এই তাপমাত্রা কম থাকার প্রবণতা আগামীকয়েক দিন বজায় থাকবে।
advertisement
6/9
কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে আগামী ৩ দিনের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে।
advertisement
7/9
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
advertisement
8/9
দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী কয়েক দিন।
advertisement
9/9
ক্রমশ শুকনো বাতাস হবে এবং জলীয়বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। পূবালী বাতাসের পরিবর্তে বইবে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া।