IMD Weather Update: ঝাঁপিয়ে বৃষ্টি, আবহাওয়ায় আমূল বদল! অবশেষে দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনাল আলিপুর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড় হতে পারে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/10

রাজ্যবাসীর জন্য সুখবর! আর শুকনো আষাঢ় নয়৷ আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করবে বর্ষা৷ আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের সব জেলায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ডালটনগঞ্জ-বক্সারের উপর দিয়ে গেছে অর্থাৎ বাংলা পেরিয়ে চলে গেছে মৌসুমি অক্ষরেখা।
advertisement
2/10
আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টিপাত চলবে। পার্বত্য এলাকায় ল্যান্ড স্লাইডের সম্ভাবনা রয়েছে৷ বাড়বে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর।
advertisement
3/10
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী ৪-৫ দিন। এরমধ্যে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বাজ পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/10
তবে, যতদিন না টানা বৃষ্টি হচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী তিন দিনে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়৷
advertisement
5/10
আগামী দু'ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড় হতে পারে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
6/10
আগামী দু'ঘণ্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া।
advertisement
7/10
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪/৫ দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে কয়েক জেলায়।
advertisement
8/10
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার আগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শুক্রবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
9/10
আজ ও কাল আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা।
advertisement
10/10
বর্ষা ঢুকতে বাকি শুধু ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের সব অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।