Howrah-Kamakhya Vande Bharat Sleeper train: প্রথম ১ ঘণ্টার মধ্যেই শেষ বন্দে ভারত স্লিপারের ফার্স্ট ও সেকেন্ডে এসির টিকিট, কোন স্টেশন পর্যন্ত কত ভাড়া? জানুন বিস্তারিত
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া থেকে কামখ্যার মধ্যে ছুটবে এই প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি। রেল সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি থেকে সাধারণের জন্য ছুটবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ২২ তারিখ কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। আর ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি চালু হবে।
advertisement
1/5

শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া থেকে কামখ্যার মধ্যে ছুটবে এই প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি। রেল সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি থেকে সাধারণের জন্য ছুটবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ২২ তারিখ কামাখ্যা থেকে ছাড়বে ট্রেনটি। আর ২৩ জানুয়ারি হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি চালু হবে।
advertisement
2/5
বন্দে ভারত স্লিপারের হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার প্রথম দিনের বুকিং শুরু হয় আজ, মঙ্গলবার।প্রথম এক ঘণ্টার মধ্যেই শেষ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর টিকিট।থার্ড এসিতে বাকি মাত্র ১০০ টিকিটি।
advertisement
3/5
সর্বমোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনে।হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ২৪৩৫ টাকা,সেকেন্ডে এসির ভাড়া ৩১৪৫ টাকা, ফার্স্ট এসির ভাড়া ৩৮৫৫ টাকা।
advertisement
4/5
হাওড়া থেকে এনজেপি পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ১৪২৫ টাকা, সেকেন্ড এসির ভাড়া ১৮৪০ টাকা, ফার্স্ট এসির ভাড়া ২২৫৫টাকা।
advertisement
5/5
হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত থার্ড এসি-র ভাড়া ১০১০টাকা, সেকেন্ড এসির ভাড়া ১৩০৫ টাকা, ফার্স্ট এসির ভাড়া ১৬০০ টাকা।