Heatwave Alert in Kolkata: আরও বাড়বে তাপমাত্রা! ৪০ ডিগ্রির জ্বলুনি ও শুকনো গরম টানা কতদিন? তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা কলকাতায়
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Heatwave Alert in Kolkata: আগামী দু-দিনে অন্তত দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এরপর একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও দুই-তিন দিন।
advertisement
1/10

রাজ্যে ১৪ জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের স্পেল চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রা আরও বাড়বে ১/২ ডিগ্রি। আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। রবিবার থেকে ফের শুকনো গরম ও লু-এর সম্ভাবনা। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/10
বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি বা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে শুক্রবার পর্যন্ত। এমনই আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর। আগামী দুদিনে অন্তত দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। এরপর একইরকম পরিস্থিতি বজায় থাকবে আরও দুই-তিন দিন।
advertisement
3/10
আপাতত চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বেলা বাড়লেই লু বইবে।
advertisement
4/10
উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। রীতিমতো বাড়ছে তাপমাত্রা। আরও এক দু-ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়াবিদদের আশঙ্কা দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে তাপপ্রবাহের একটি স্পেল আসতে পারে! সেক্ষেত্রে বুধবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য দুই-তিন জেলা ছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
5/10
এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী কয়েক দিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মালদহ ও দুই দিনাজপুরের কোথাও কোথাও লু-এর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
6/10
কলকাতাতে তাপপ্রবাহ। বেলা বাড়লেই লু বইছে। আজ ফের শুষ্ক গরম। আগামী চার-পাঁচ দিন এইরকম পরিস্থিতি থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুকনো গরম এবং অস্বস্তিকর গরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
7/10
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রাও ২৯.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৫ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
8/10
দক্ষিণ পশ্চিম রাজস্থান, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তর পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। আপার লেভেলে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে তামিলনাডু পর্যন্ত যেটি ওড়িশা ও অন্ধ্র প্রদেশের উপর দিয়ে গিয়েছে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশা বিহার পর্যন্ত।
advertisement
9/10
সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর পশ্চিম, মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এছাড়াও স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকবে হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতে। এছাড়াও উত্তর পশ্চিম, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ কেরালা এবং মাহেতে। দেশের বাকি অংশেও তাপমাত্রা স্বাভাবিকের এক ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
10/10
বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজধানীর দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে হিমালয়ের পশ্চিম অংশের রাজ্যগুলিতে এই সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্র বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কর্ণাটক, তেলেঙ্গানাতে। (তথ্য-- বিশ্বজিৎ সাহা)