Gariahat Flyover Closed|| শুক্রবার থেকে ৩ দিন বন্ধ গড়িয়াহাট উড়ালপুল, কোন রুটে চলবে গাড়ি? জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Gariahat Flyover will Close, know the alternative route: স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ২৫ মার্চ অর্থাৎ শুক্রবার রাত দশ'টা থেকে ২৯ মার্চ, মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। সেই তিনদিন উড়ালপুলের নীচ দিয়ে যান চলাচল করবে।
advertisement
1/5

*স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ দিন বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ২৫ মার্চ অর্থাৎ শুক্রবার রাত দশ'টা থেকে ২৯ মার্চ, মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। সেই তিনদিন উড়ালপুলের নীচ দিয়ে যান চলাচল করবে। ফাইল ছবি।
advertisement
2/5
*কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে বহন ক্ষমতা পরীক্ষার জন্যই বন্ধ রাখা হবে উড়ালপুল। ফলে এই তিনদিন সমস্ত বাস, মিনিবাস, গাড়ি গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ফাইল ছবি।
advertisement
3/5
*কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে এই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ২৫ মার্চ রাত ১০ টা থেকে শুরু হবে উড়ালপুলের বহনক্ষমতা পরীক্ষার কাজ। ২৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। ফাইল ছবি।
advertisement
4/5
*কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, মিনিবাস, গাড়ি গড়িয়াহাট উড়ালপুল ব্যবহার করে সেগুলিকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হবে। ফাইল ছবি।
advertisement
5/5
*অন্যদিকে, কিছু বাস দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে ডান দিক হয়ে শরৎ বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ হয়ে গোলপার্ক পৌঁছবে। ফেরার ক্ষেত্রেও একই পথ ব্যবহার করতে হবে। ফাইল ছবি।