Calcutta High Court: রাজ্যের দুই বিজ্ঞপ্তি খারিজ, উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত ভুল ছিল! জানিয়ে দিল হাইকোর্ট
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় স্বস্তি পেয়েছিল রাজ্য।
advertisement
1/6

কলকাতা: কর্মশিক্ষা, শারীরশিক্ষায় সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য। তা বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ‘রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না।’
advertisement
2/6
বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখায় স্বস্তি পেয়েছিল রাজ্য। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাইকোর্টের অন্য একটি রায়ে ধাক্কা খেল রাজ্য।
advertisement
3/6
অর্থাৎ, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্য পদ মামলায় অস্বস্তি রাজ্যের। ১৬০০ অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত ভুল ছিল। অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে রাজ্যের ২ বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
4/6
প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। রায়ে এমনই জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অপেক্ষমান (ওয়েটিং) তালিকা থেকে প্যানেল মেয়াদ শেষ হওয়ার পর এভাবে চাকরি দেওয়া যায় না বলেই জানান বিচারপতি।
advertisement
5/6
উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষায় ৭৫০ ও শারীরশিক্ষায় ৮৫০ শূন্যপদ তৈরি করে। রাজ্য দুটি বিজ্ঞপ্তি জারি করে ২ ও ১৯ মে ২০২২ সালে। এই দুই বিজ্ঞপ্তি খারিজ হয়ে যায়। রাজ্য প্রস্তাব দেয়। রাজ্যের প্রস্তাবে 'নো অবজেকশন' দেয় অর্থ দফতর। কিন্তু সেই বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
6/6
গত ৭ মে আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহাল রাখে বিচারপতি বসুর একক বেঞ্চ। তার পর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চও একক বেঞ্চের নির্দেশ বহাল রেখেছিল।