Calcutta High Court: ভোটের কাজে BLO কারা? বিতর্কের মধ্যেই স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কারা যাবেন ভোটের কাজে?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, 'স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে।'
advertisement
1/5

কলকাতা: ভোটের কাজে BLO কারা? নির্দিষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৪ অক্টোবর ২০২২-এর নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ বন্টন করতে হবে BLO-দের।
advertisement
2/5
প্রাথমিক শিক্ষকদের BLO-র কাজ দিতে হবে ছুটির দিন, ননটিচিং সময়ে। সবথেকে কম কর্মী হিসেবে প্রাথমিক শিক্ষকদের BLO পদে নিযুক্তকরণ। পর্যবেক্ষণে জানালেন বিচারপতি অমৃতা সিনহা।
advertisement
3/5
নির্বাচন কমিশনের আইনজীবী সৌম্য মজুমদার বলেন, 'স্কুলে পড়ুয়া না থাকলে সেই স্কুল টিচারদের কমিশন ব্যবহার করবে।'
advertisement
4/5
বিচারপতি অমৃতা সিনহা এরপর বলেন, 'ভোটের কাজ বন্টন হোক, তারপর এই বিষয়ে বিবেচনা করা যাবে। আপাতত ছুটির দিন BLO হিসেবে ট্রেনিংয়ের কাজ করানো যেতে পারে।'
advertisement
5/5
কল্পবিশ্ব চক্রবর্তী সহ প্রাথমিক শিক্ষকদের করা মামলায় নির্দেশ ও পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। গাইডলাইন মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ তুলে মামলা হয়। সেই মামলাতেই এহেন পর্যবেক্ষণ অমৃতা সিনহার।