TRENDING:

পাশে নেই ছেলে, ৮৭ বছর বয়সে প্রথম জন্মদিন পালন, কেক-ফুল নিয়ে হাজির পুলিশ

Last Updated:
একটি বড় চকলেট কেক, মোমবাতি ও পুষ্পস্তবক। বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার আবাসিকদের সঙ্গে নিয়ে পালন করা হয় তাঁর জন্মদিন। নিজে হাতে মোমবাতি নিভিয়ে কেক কাটেন বৃদ্ধা।
advertisement
1/6
পাশে নেই ছেলে, ৮৭ বছর বয়সে প্রথম জন্মদিন পালন,  কেক-ফুল নিয়ে হাজির পুলিশ
১৫ জন ভাইবোনের মধ্যে তিনি ১৩ তম। বয়স ৮৭ বছর। এতদিনে কেউ তাঁর জন্মদিন পালন করেনি। এত ভাইবোনের পরিবারে থাকায় কোনও দিন সুযোগ হয়নি জন্মদিন পালনের। তবে প্রত্যেক বছর ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন। কিন্তু মায়ের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা কোনওদিন করেনি ছেলে। উল্টে ছেলে তাঁকে ছুঁড়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
2/6
সেই বৃদ্ধাশ্রমেই বড় কেক কেটে মে মল্লিকের ৮৭ তম জন্মদিন পালন করা হল । উপহার হিসেবে পেলেন পুষ্পস্তবক ও বৃদ্ধাশ্রমের সহ-আবাসিকদের শুভেচ্ছা। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
3/6
কলকাতার বউবাজার থানা এলাকার বাসিন্দা মে মল্লিকের জন্মদিন ছিল গত ১৯ মে। শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কলকাতা পুলিশের 'প্রণাম' প্রকল্পের তিনি সদস্যা। 'প্রণামে'র প্রত্যেক সদস্যের জন্মদিন যেমন নিয়ম করে পালন করা হয়। সেই মতোই মে মল্লিকের ছেলের বয়সী কয়েকজন পুলিশকর্মী তাঁর জন্মদিন অন্যভাবে পালন করার উদ্যোগ নেন। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
4/6
শেক্সপিয়ার সরণি এলাকার যে বৃদ্ধাশ্রমে তিনি থাকেন, সেখানে পৌঁছে যায় বউবাজার থানার অফিসারেরা। সঙ্গে একটি বড় চকলেট কেক, মোমবাতি ও পুষ্পস্তবক। বৃদ্ধাশ্রমে পৌঁছে সেখানকার আবাসিকদের সঙ্গে নিয়ে পালন করা হয় তাঁর জন্মদিন। নিজে হাতে মোমবাতি নিভিয়ে কেক কাটেন বৃদ্ধা। তাতে রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
5/6
বৃদ্ধাশ্রমের সহ-আবাসিকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হয় মে মল্লিকের জন্মদিন। তাঁকে উপহার হিসেবে দেওয়া হয় পুষ্পস্তবক এবং বাকি আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। প্রত্যেককেই বার্থ-ডে কেক কেটে নিজে হাতে খাওয়ান বৃদ্ধা। ছবি ও তথ্য- সুজয় পাল
advertisement
6/6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বউবাজার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার ছেলে বছর তিনেক আগে বিবাহ বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করে চলে যায়। বাড়িতে ওই ছেলের বউয়ের সঙ্গে ছিলেন তিনি। পরবর্তীতে ছেলের বউ তাঁর সম্পত্তি দখল করে বাড়িছাড়া করে বলে অভিযোগ। তারপরই তার ঠাঁই হয় শেক্সপিয়ার সরণির একটি বৃদ্ধাশ্রমে। পরিবার-পরিজন কেউ পাশে না থাকায় বৃদ্ধাশ্রমে ঠাঁই হলেও, জীবনে প্রথম পুলিশের উদ্যোগে তাঁর জন্মদিন পালন করা হল। এখন পুলিশই পরিবার মে মল্লিকের কাছে। ছবি ও তথ্য- সুজয় পাল
বাংলা খবর/ছবি/কলকাতা/
পাশে নেই ছেলে, ৮৭ বছর বয়সে প্রথম জন্মদিন পালন, কেক-ফুল নিয়ে হাজির পুলিশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল