advertisement
1/6

মা দুর্গার গায়ের গয়না দেখে চমকে উঠবেন ! ভরি ভরি তো বটেই ৷ আর গয়নার ডিজাইন দেখে তো চমক লাগবেই ! এটাই এবার আহিরিটোলা সার্বোজনীনে থাকছে এই চমক ৷
advertisement
2/6
এই গয়নাগুলোই পরানো হবে মা দুর্গাকে ৷ শুধু মা দুর্গাই নয়, লক্ষ্মী, সরস্বতীর গায়েও উঠবে এই দামি গয়না ৷ গলার মোটা হার, হাতের বালা ও মাথায় চওড়া মকুটে শোভা পাবে মায়ের মূর্তি ৷
advertisement
3/6
আহিরিটোলার সাবেকিয়ানার সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না প্রস্তুত করেছে অঞ্জলি জুয়েলার্স ৷ সঙ্গে মানানসয়ি ডিজাইন ৷ কুন্দন ও নক্সা ডিজাইনে তৈরি হয়েছে গয়না ৷
advertisement
4/6
গয়না প্রর্দশন করার সময়ই জানানো হয়েছে যে এই পরিমাণ গয়না ঠাকুরের মুর্তিতে পরনোর পর আর শোরুমে নিয়ে যাওয়া হবে না ৷ এটা দিয়েই হবে নিলাম ৷ নিলামে যে টাকা উঠবে তা পুরোটাই যাবে মেয়েদের শিক্ষার জন্য ৷ অর্থাৎ পুজোয় শুধু প্রতিমাকে গয়না পরানোই নয়, সেই গয়না ব্যবহৃত হবে নারী শক্তির জন্য ৷ মত আহিরিটোলা সর্বোজনীনের কর্তৃপক্ষের ৷
advertisement
5/6
তবে এই পরিমাণ গয়না সোনার তৈরি নয় ৷ রুপো ও তামা মিশিয়ে তৈরি হয়েছে এই গয়না ৷ এতো ভারি ও মোটা গয়না যদি সোনার তৈরি হত, তাহলে নিলামে সমস্যা হয়ে যেত ৷ জানিয়েছে কর্তৃপক্ষ ৷
advertisement
6/6
তবে দেখে বোঝর কোনও উপায় থাকবে না যে এই গয়না সোনার নয় ৷ শুধু চমক নয়, সমাজের উন্নতিও যে তাদের উদ্দেশ্য সেটাই বোঝাতে চাইছে আহিরিটোলার পুজো উদ্যোগতারা ৷ যে কারণে এমন পরিকল্পনা করেছেন তারা ৷