TRENDING:

কলকাতায় তিন-তিনটে পুজোর উদ্বোধনে অমিত শাহ...! কোন কোন পুজো? এল সিলমোহর! বিজেপির বিরাট চমক!

Last Updated:
Amit Shah: দুটো নয়। কলকাতায় মোট তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাতেই সিলমোহর পড়ল। রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে ইতিমধ্যেই। কোন কোন পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ? বিজেপির কী চমক এবার বাংলায়?
advertisement
1/7
কলকাতায় তিন-তিনটে পুজোর উদ্বোধনে অমিত শাহ...! কোন কোন পুজো? এল সিলমোহর! বিজেপির বিরাট চমক!
দুটো নয়। কলকাতায় মোট তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাতেই সিলমোহর পড়ল। রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে ইতিমধ্যেই। কোন কোন পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ? বিজেপির কী চমক এবার বাংলায়?
advertisement
2/7
বিজেপি সূত্রের খবর, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি ছাড়াও দক্ষিণ কলকাতায় একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থীতে এই পুজো উদ্বোধনের জন্য আগের দিন রাতেই কলকাতায় পা রাখবেন শাহ।
advertisement
3/7
জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর রাতে মুম্বই থেকে কলকাতা বিমানবন্দরে আসবেন শাহ। রাত এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে একটি হোটেলে পৌঁছবেন। সেখানে রাতে থাকবেন।
advertisement
4/7
পরদিন অর্থাৎ চতুর্থীতে তিনটে পুজো মণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর প্রথমে দক্ষিণ কলকাতায় ৫৬ লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন শাহ।
advertisement
5/7
সেখান থেকে তিনি পৌঁছবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর আগেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১২টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছবেন শাহ। সাড়ে ১২টা পর্যন্ত সেখানে থাকবেন।
advertisement
6/7
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ উদ্বোধনের পর হোটেলে ফিরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হোটেলে মধ্যাহ্নভোজের পর তিনটে নাগাদ ইজেডসিসি-তে পৌঁছবেন তিনি। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারা সেখানে পুজোর আয়োজন করা হয়েছে।
advertisement
7/7
সরাসরি ‘বিজেপি-র’ দুর্গাপুজো না হলেও, সেই পুজো আয়োজনের সমস্ত রকম দায়িত্বে রয়েছেন বিজেপি নেতারাই। সেই পুজোরই উদ্বোধন করবেন শাহ। আধঘণ্টার মতো সেখানে থাকবেন। তারপর সেখান থেকেই কলকাতা বিমানবন্দর পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলা খবর/ছবি/কলকাতা/
কলকাতায় তিন-তিনটে পুজোর উদ্বোধনে অমিত শাহ...! কোন কোন পুজো? এল সিলমোহর! বিজেপির বিরাট চমক!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল