Jadavpur University: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হল, কী ভাবে করা যাবে আবেদন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jadavpur University: এবার ভর্তি প্রক্রিয়া শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সন্ধে থেকে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দিতে পারবেন ছাত্রছাত্রীরা।
advertisement
1/6

এবার ভর্তি প্রক্রিয়া শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সন্ধে থেকে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দিতে পারবেন ছাত্রছাত্রীরা।
advertisement
2/6
ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী সংরক্ষণ হবে বলে জানিয়েছে যাদবপুর।
advertisement
3/6
বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হল যাদবপুরের তরফে। ওই বিজ্ঞপ্তিতেই ভর্তির পাশাপাশি র‍্যাগিং করলে কী কী শাস্তি হতে পারে তারও উল্লেখ করা হয়েছে। আপাতত কলা বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হল।
advertisement
4/6
প্রসঙ্গত কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আগেই ভর্তি শুরু হয়েছে। অবশ্য সেই পোর্টাল থেকে বাদ রাখা হয়েছিল যাদবপুর এবং প্রেসিডেন্সিকে।
advertisement
5/6
ওবিসি সংরক্ষণ নিয়ে পুরনো আইন-কেই মান্যতা যাদবপুরের! বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তির পোর্টাল খুললে দেখা যাচ্ছে ওবিসি এ বা ওবিসি বি বলে আলাদা করে কোন ক্যাটাগরি দেওয়া হচ্ছে না। তার বদলে সংরক্ষণের তালিকায় শুধুমাত্র ওবিসি রাখা হয়েছে। ভর্তি নিয়ে আইনি জটিলতা এড়াতেই এই পদক্ষেপ?
advertisement
6/6
যদিও ভর্তির বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের পলিসি পরবর্তীতে কিছু এলে তা মেনে চলার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন সেটিও উল্লেখ করা হয়েছে।