21 July West Bengal Weather Update: বজ্রপাত থেকে সাবধান! ২১ জুলাইয়ের সভা ভাসতে পারে বৃষ্টিতে, জানুন কলকাতার আবহাওয়া
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
21 July West Bengal Weather Update: ২১ জুলাই, রবিবার তৃণমূলের শহিদদিবসের সমাবেশের দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী এক ঘণ্টায় হাওড়া, কলকাত্ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সব জেলায়। বজ্রপাত থেকে সাবধান হওয়ার নির্দেশ আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
1/7

২১ জুলাই, রবিবার তৃণমূলের শহিদদিবসের সমাবেশের দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী এক ঘণ্টায় হাওড়া, কলকাত্ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সব জেলায়। বজ্রপাত থেকে সাবধান হওয়ার নির্দেশ আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
2/7
রাজ্যের প্রায় সব জেলা থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা কলকাতার সমাবেশে যোগ দিতে আসছেন। কলকাতায় না হলেও দক্ষিণের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের দুই জেলাতেও জারি সতর্কতা।
advertisement
3/7
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাবে। নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে। আজ, রবিবার তাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
4/7
উত্তরবঙ্গে আজ, রবিবার ও আগামিকাল, সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস উপরের দুই জেলায়। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায়।
advertisement
5/7
রবিবার একুশে জুলাই দিনভর মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল ও দুপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রাতেও আরও এক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
6/7
*২১ জুলাই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। হলুদ সতর্কতা জারি এই জেলাগুলিতে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ উপকূল-সহ বঙ্গোপসাগরে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায়