TRENDING:

এবার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল! কে কে থাকছেন ?

Last Updated:
advertisement
1/5
এবার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল! কে কে থাকছেন ?
• ১৯৯৮-এর সেই ছবি ৷ কলেজ প্রেম-বন্ধুত্ব-বিরহের পারফেক্ট মেলবন্ধন বোধহয় একেই বলে ৷ ‘কুছ কুছ হোতা হ্যায়’ তখন শুধু একটা সিনেমা নয় ৷ প্রায় একটা ফিভারের মতো ৷ দু’দশক কাটিয়েও সেই সিনেমার নস্ট্যালজিয়া আজও একটুও টসকায়নি ৷
advertisement
2/5
• করণ জোহরের পরিচালনায় প্রথম ছবি ৷ আর শুরুর দিনেই বাজিমাৎ ৷ ব্লকবাস্টার হিট হয়েছিল শাহরুখ-কাজল আর রানির এই জুটি ৷ ফের কী সেই ম্যাজিক ফিরবে পর্দায় ?
advertisement
3/5
• নাহ! এখনই সে সম্বন্ধে কোনও নিশ্চিত খবর নেই ৷ তবে ‘কুছ কুছ হোতা হ্যায় ২’-এর কথা বাজারে আমদানি করেছেন স্বয়ং পরিচালক মশাই ৷ আর সেই থেকেই সুপারহিট এই সিনেমার সিক্যুয়েল নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে ৷
advertisement
4/5
• সম্প্রতি নিজের রেডিও শো-তে করণ বলেন, এখন যদি ‘কুছ কুছ হোতা হ্যায় ২’ তৈরি হত তাহলে তিনি রণবীর-আলিয়া আর জাহ্নবী কাপুরকে নিতেন তাঁর সিনেমায় ৷
advertisement
5/5
• পাশাপাশি করণ বলেন, ‘‘‘কুছ কুছ হোতা হ্যায়’ যখন করি তখন আমি ২৪ ৷ এখন যদি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বা ‘কভি খুশি কভি গম’ দেখতে বসি ভাবি কী করে, কোন অবস্থায়, কী ভেবে আমি এরকম একটা গল্প লিখতে পেরেছিলাম ৷ ভাবলে অবাক হয়ে যাই ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
এবার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল! কে কে থাকছেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল