Jalpaiguri News- ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তোরণসহ প্যান্ডেল! বিপাকে দর্শনার্থীরা
Last Updated:
জেলা জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি৷ জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন পুজোমণ্ডপের তোরন সহ প্যান্ডেল ভেঙে পড়েছে। উদ্যোক্তাদের চিন্তার ভাঁজ। অষ্টমীর সকাল থেকেই মেঘলা আকাশ।
advertisement
1/7

জেলা জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি।জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপের তোরণসহ প্যান্ডেল ভেঙে পড়ার খবর হয়েছে।উদ্যোক্তাদের চিন্তার ভাঁজ। (সুরজিৎ দে )
advertisement
2/7
অষ্টমীর সকাল থেকেই মেঘলা আকাশ।জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ি এলাকাতেও ঢেকে রয়েছে কুয়াশায়।
advertisement
3/7
সকাল দশটার পর ব্যাপক ঝড়-বৃষ্টি জেলাজুড়ে। জেলার বিভিন্ন প্রান্তে পুজো মণ্ডপের তোরণ ভেঙে পড়ার খবর রয়েছে। এককথায় অষ্টমীতে সকালের পর মন খারাপ জলপাইগুড়িবাসীর।
advertisement
4/7
জলপাইগুড়ি শহর এবং রাজগঞ্জ, ধুপগুড়ি সহ বিভিন্ন পুজো মণ্ডপের তোরণ ভেঙে পড়ার খবর রয়েছে। মালবাজার নাগরাকাটা ক্রান্তিতেও পুজো মণ্ডপের কোথাও না কোথাও ক্ষতি হয়েছে।
advertisement
5/7
অষ্টমীর অঞ্জলি চলাকালীন প্রবল ঝড়-বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ভেঙ্গে পড়ল পুজোর প্যান্ডেল, তোরণ। দুর্দশা দেখে চোখে জল বিধায়কের, তার কথায় এমন ঘটনাতার জীবনে এই প্রথম।
advertisement
6/7
পূর্বাভাস মতই অষ্টমীর সকালেই উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিভিন্ন জায়গায় পুজোর মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। সোমবার পাতিলাভাসায় কদমতলায় বিধায়কের বাড়ির সামনের পুজোর মণ্ডপ ভেঙ্গে পড়ল। সেই সঙ্গে ভেঙ্গেছে রাস্তার ওপর তৈরি হওয়া তোরণও।
advertisement
7/7
জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এমন ঘটনা আগে কখনও হয়নি। তবে প্রাকৃতিক দুর্যোগে আমাদের কারও হাত নেই। এদিকে, রাজগঞ্জের কালিনগরে ভেঙ্গে পড়েছে আলোর তোরণ।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Jalpaiguri News- ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল তোরণসহ প্যান্ডেল! বিপাকে দর্শনার্থীরা