Jalpaiguri News: কী আটকাল মাছ ধরার জালে? হই হই কাণ্ড জলপাইগুড়িতে! রইল ফটো
- Published by:Debalina Datta
Last Updated:
জলপাইগুড়িতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের কৃষক ভিটা গ্রাম থেকে উদ্ধার হল একটি অজগর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
advertisement
1/5

#জলপাইগুড়ি: জলপাইগুড়িতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের কৃষক ভিটা গ্রাম থেকে একটি অজগর পাওয়া গেল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জালে আটকে মাছ নয়, আস্ত অজগর, নজরে আসতেই গ্রামে হই হই।
advertisement
2/5
মঙ্গলবার জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে জহুরি তালমার কৃষকভিটা গ্রামে এই ঘটনা হয়। একজন চাষীর ক্ষেতের জায়গায় এটিকে পাওয়া যায়। প্রসঙ্গত, বর্ষা কাল কৃষি জমির আশপাশে অনেকেই পেতে রাখেন মাছ ধরার জাল, সেই জালেই আটকে যায় অজগরটি। আর এই খবর গ্রামে চাউর হতেই গোটা কৃষকভিটা গ্রাম জুড়ে হই হই রব।
advertisement
3/5
স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যান গ্রীন জলপাইগুড়ি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্যের একটি দল।মাছ ধরার জালে আটকে থাকা প্রায় ছয় ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করেন তাঁরা। আগে সেটিকে জাল থেকে ছাড়ানো হয়। তারপর সেটিকে বস্তাতে নেয় ওই দলটি।
advertisement
4/5
ঘটনা প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস জানান, জঙ্গলের বাস্তুতন্ত্র আজ অনেকটাই ক্ষতিগ্রস্ত, যার ফলে মাঝে মধ্যেই এমন দৃশ্য চোখে পরছে। এর আগেও এই রকম ঘটনা ঘটেছে।
advertisement
5/5
অন্যদিকে ওই অঞ্চলের স্থানীয় মানুষ রা বলেন, বরবটি ক্ষেতের পাশে নেট থাকায় ওই অজগরটি আটকে পড়ে। গ্রাম। তারা খবর দিলে ওই এন জি ও সেটিকে উদ্ধার করে। তারপর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। Input- Geetasree Mukherjee