TRENDING:

IPL 2021; Hardik Pandya: পর পর দুই ম্যাচে দেখা যায়নি, হার্দিক পান্ডিয়ার হলটা কী?

Last Updated:
Hardik Pandya In Ipl 2021: পান্ডিয়া কি চোটে জেরবার! নাকি অন্য কোনও কারণ! কেন তাঁকে দেখাই যাচ্ছে না!
advertisement
1/5
পর পর দুই ম্যাচে দেখা যায়নি, হার্দিক পান্ডিয়ার হলটা কী?
আইপিএলের দ্বিতীয় পর্বের পর পর দুটি ম্যাচে খেললেন না তিনি। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের তারকা অলরাউন্ডার। মুম্বইয়ের সমর্থকরা এখন আশঙ্কা করছেন, হার্দিক পান্ডিয়া এবার আইপিএলে খেলবেন তো! তাঁর হলটা কী!
advertisement
2/5
গত কয়েক মাস ধরে চোটে জেরবার পান্ডিয়া। আর এদিন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জাহির খান এদিন পান্ডিয়ার চোটের ব্যাপারে আপডেট দিয়েছেন।
advertisement
3/5
জাহির খান জানিয়েছেন, পান্ডিয়া ইতিমধ্যে মুম্বইয়ের নেটে অনুশীলন শুরু করেছেন। অর্থাত্, পান্ডিয়া যে ফিট হয়ে উঠেছেন তার ইঙ্গিত দিয়েছেন জাহির খান। আরসিবির বিরুদ্ধে পান্ডিয়ার খেলার ব্যাপারেও আশাবাদী জাহির খান।
advertisement
4/5
পান্ডিয়া কবে নাগাদ ম্যাচ ফিট হয়ে নামতে পারবেন! এই নিয়ে কোনও আপডেট পাচ্ছিলেন না সমর্থকরা। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড এই ব্যাপারে কোনও আপডেট দিতে পারেননি। তবে পান্ডিয়া যে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন তার ইঙ্গিত দিয়ে গেলেন জাহির।
advertisement
5/5
আইপিএলের দ্বিতীয় পর্বে নেমেই পর পর দুটি ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে টিম ম্যানেজমেন্ট এখন দলের প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স-এর কাঁটাছেড়ায় ব্যস্ত। এমন পরিস্থিতিতে পরের ম্যাচে দলে একাধিক পরিবর্তনও হতে পারে।
বাংলা খবর/ছবি/IPL/
IPL 2021; Hardik Pandya: পর পর দুই ম্যাচে দেখা যায়নি, হার্দিক পান্ডিয়ার হলটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল