IPL 2020: ‘Stand Up for the champions,stand up’, চিনে নিন আইপিএলের সব খেতাব জয়ীদের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২০০৮ থেকে ২০২০ চিনে নিন সব সেরাদের৷
advertisement
1/13

আইপিএল ফাইনাল মানেই কাঁটায় কাঁটায় টক্কর! না ২০২০ তে আইপিএল ফাইনাল সেরকম হল না ৷ আইপিএল ফাইনালে কার্যত একেপেশে ভাবেই দিল্লি ক্যাপিটাল্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ন্স৷ পাঁচবার চ্যাম্পিয়ন হলেও এই প্রথম তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে খেতাব ধরে রাখতে সমর্থ হল৷ Photo Courtesy-IPL/Twitter
advertisement
2/13
মুম্বই ইন্ডিয়ন্স ও চেন্নাই সুপার কিংস ২০১৯ -র আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল৷ মুম্বই প্রথমে ১৪৯ রান করে৷ চেন্নাই সেই লক্ষ্য তাড়া করে ১৪৮ রান করে ফেলে৷ এরপর খেলা থ্রিলিং জায়গায় পৌঁছয়৷ শেষ বলে মুম্বই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়৷ Photo- File
advertisement
3/13
চেন্নাই সুপার কিংস দুদ্ধর্ষ কামব্যাক করেছিল ২০১৮ তে৷ ফাইনালে সানরাইজার্স হায়দরবাদকে তারা হারিয়েছিল ৷ আট উকেটে আইপিএল ফাইনালে জিতেছিল তারা৷ Photo- File
advertisement
4/13
রাইজিং পুণে ও মুম্বই ইন্ডিয়ন্সের মধ্যে লড়াই হয়েছিল ২০১৭-র আইপিএল ফাইনালে৷ লোস্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইতে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই৷ Photo- File
advertisement
5/13
২০১৬ -র ফাইনাল ভুলতে পারবেন না আইপিএল প্রেমীদের কেউই৷ ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ বনাম বিরাটের ব্যাঙ্গালোর প্রথমবার ফাইনাল খেলেছিল৷ আর শেষ হাসি হেসেছিল ডেভিড ওয়ার্নারের দল৷ Photo- File
advertisement
6/13
২০১৫ -র ফাইনালে মুম্বই ইন্ডিয়ন্স জিতেছিল সিএসকে-র বিরুদ্ধে৷ Photo- File
advertisement
7/13
কিংস ইলেভেন পঞ্জাব প্রথমবারের জন্য ফাইনালে উঠেছিল৷ প্রীতি জিন্টার দলকে মাত দিয়ে দ্বিতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের কেকেআর৷ Photo- File
advertisement
8/13
মুম্বই আইপিএলের সফলতম দল৷ ২০১৩ সালে প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল৷ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে এনেছিলেন মুম্বই ইন্ডিয়ন্সের দুরন্ত বোলিং ব্রিগে়ড৷ Photo- File
advertisement
9/13
২০১২ সাল কলকাতা ফ্যানদের জন্য অবিস্মরণীয়৷ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর প্রথমবার জিতেছিল আইপিএল খেতাব৷ ফাইনালে তারা হারিয়েছিল চেন্নাই সুপার কিংসকে৷
advertisement
10/13
২০১১ সালে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল৷ ফাইনালে আরসিবি-র বিরুদ্ধে ২০৫ রান করেছিল সিএসকে৷ অন্যদিকে বিশাল রান তাড়া করতে নেমে ২০ ওভারের ১৪৭ রান করতে পেরেছিল৷ Photo- File
advertisement
11/13
২০১০ সালে প্রথম বার আইপিএল জিতেছিল ধোনির চেন্নাই সুপার কিংস৷ মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ১৬৯ রান করেছিল চেন্নাই৷ মুম্বই অলআউট হয়েছিল ১৪৬ রানে৷ Photo- File
advertisement
12/13
২০০৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান চার্জার্স৷ আরসিবি-র বিরুদ্ধে প্রথমবার ফাইনালে উঠে ম্যাচ জিতেছিল তারা৷ Photo- File
advertisement
13/13
২০০৮ সালে প্রথমবার আইপিএল খেলা হয়েছিল৷ মিলিয়ন ডলার এই টুর্নামেন্টে চেন্নাই চমৎকার শুরু করেছিল৷ তবে ফাইনালে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস হয়েছিল চ্যাম্পিয়ন৷ Photo- File