Virat Kohli To Glenn Maxwell: কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল, কোহলির এক ফোন বদলে দিল এই ক্রিকেটারের জীবন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বিরাট কোহলির একটা ফোন কল তাঁর কেরিয়ার বাঁচিয়ে দিয়েছিল।
advertisement
1/5

আইপিএলের ৪৩তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আরসিবি। এবার বিরাট কোহলির দল ভালই খেলছে। আর একটা ম্যাচ জিতলেই আরিসিবির প্লে-অফ নিশ্চিত। রাজস্থানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন আরসিবির অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাও আবার মাত্র ৩০ বলে।
advertisement
2/5
কিছুদিন আগে বীরেন্দ্র শেহওয়াগ বলছিলেন, গ্লেন ম্যাক্সওয়েল প্রতিভাবান। কিন্তু কখনও কখনও তিনি বুদ্ধি প্রয়োগ করে খেলেন না। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন না। তবে এটাও ঠিক, আরসিবি হয়ে বল হাতে হার্ষাল প্যাটেল ও ব্যাটে ম্যাক্সওয়েল টানা পারফর্ম করে চলেছেন।
advertisement
3/5
২০১৯-২০ মরশুমে প্রচণ্ড খারাপ ফর্ম ছিল ম্যাক্সওয়েলের। তিনি নিজেও ধরে নিয়েছিলেন, আইপিএল কেরিয়ার কার্যত শেষ। তবে সেই সময় বিরাট কোহলির একটা ফোন তাঁর জীবন বদলে দেয়।
advertisement
4/5
খারাপ ফর্মে থাকা ম্যাক্সওয়েলকে ফোন করে আরসিবিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কোহলি। ম্যাক্সির উপর আস্থা রেখেছিলেন ক্যাপ্টেন। আর সেই ম্যাক্সওয়েল এখন টানা পারফর্ম করছেন। আরসিবির হয়ে তিনি একের পর এক ম্যাচে রান করছেন।
advertisement
5/5
বিরাট কোহলি যে ম্যাক্সওয়েলকে ফোন করে আরসিবিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এই কথা ধারাভাষ্য দেওয়ার সময় ব্রায়ান লারা জানিয়েছিলেন। তিনি কোহলির এমন মানসিকতার প্রশংসাও করেছিলেন।