কেন সাদা জুতো পরে ব্যাট করেন বিরাট? নিজেই ফাঁস করলেন ভারত অধিনায়ক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ম্যানচেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ার্দিওলার সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশন চলাকালীন এই তথ্য ফাঁস করেছেন বিরাট৷
advertisement
1/5

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও কুসংস্কারে বিশ্বাস করেন৷ তিনি জানিয়েছেন, সাদা জুতো পরেই ব্যাট করতে ভালবাসেন তিনি৷ কারণ এটিই তাঁর এক ধরনের কুসংস্কার৷
advertisement
2/5
ম্যানচেস্টার সিটি-র ম্যানেজার পেপ গুয়ার্দিয়ালার সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশন চলাকালীন এই তথ্য ফাঁস করেছেন বিরাট৷ তিনি বলেন, 'আমি সাদা জুতো পরেই খেলতে ভালবাসি৷ বিশেষত সাদা জুতো পরে ব্যাট করতে পছন্দ করি আমি৷ এটা অনেকটাই কুসংস্কারের জন্য৷'
advertisement
3/5
বিরাট অবশ্য পাল্টা গুয়ার্দিয়ালার কাছে জানতে চান, খেলোয়াড় জীবনে কেন বার বার বিভিন্ন রংয়ের বুট পরচতেন তিনি? জবাবে বিশ্বখ্যাত এই কোচ বলেন, 'আমি যখন খেলতাম তখন সব জুতোই কালো রংয়ের ছিল৷ কিন্তু কালো রংয়ের বুট পাওয়া খুূূব কঠিন ছিল৷ একদিন আমি লাল রংয়ের বুট পরেছিলাম, তা দেখেই আমার মেন্টর এবং শ্রেষ্ঠ ম্যানেজার জোহান ক্রুয়েফ আমাকে কালো রংয়ের বুট পরতে বাধ্য করেন৷
advertisement
4/5
এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহিতে দর্শকশূন্য স্টেডিয়ামে চলছে আইপিএল৷ ইংল্যান্ডে ফুটবলও হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে৷ সেই প্রসঙ্গ তুলে গুয়ার্দিয়ালা বলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবল খেলা হলেও তা প্রীতি ম্যাচের মতো মনে হয়৷
advertisement
5/5
আইপিএল-এ নিজে সাফল্য পেলেও এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি বিরাট৷ আইপিএল এখনও অধরাই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে৷ সাদা জুতো পরার কুসংস্কার বিরাটকে সেই বহু প্রতীক্ষিত সাফল্য এনে দিতে পারে কি না, সেটাই এখন দেখার৷ Photo Courtesy- RCB/Twitter