TRENDING:

IPL 2021; Shikhar Dhawan: বিয়ে ভাঙার পর কী নিয়ে আছেন শিখর ধাওয়ান? মনের কথা জানালেন 'গব্বর'

Last Updated:
Shikhar Dhawan: আট বছরের দাম্পত্য জীবন ছিল শিখর ও আয়েশার। কিন্তু বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন আয়েশা।
advertisement
1/5
বিয়ে ভাঙার পর কী নিয়ে আছেন শিখর ধাওয়ান? মনের কথা জানালেন 'গব্বর'
তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় সম্প্রতি বিয়ের ভাঙার কথা জানিয়েছেন। তবে শিখর ধাওয়ার এখনও পর্যন্ত এই নিয়ে একটি কথাও বলেননি। আয়েশা ও তাঁর আট বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই বিয়ে ভেঙেছে। শিখর ধাওয়ান তার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তাঁর ও আয়েশার ছবি সরিয়ে ফেলেছেন।
advertisement
2/5
ব্যক্তিগত জীবনের মতো ক্রিকেট কেরিয়ারেও হোঁচট খেয়েছেন শিখর। বিসিসিআই টি-২০ বিশ্বকাপের দলে তাঁকে রাখেনি। তবে ধাওয়ান এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আর আইপিএলে মোটেও তাঁর খারাপ সময় চলছে না। বরং দাপিয়ে খেলছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
advertisement
3/5
শিখর ধাওয়ানের বন্ধুদের মধ্যে অনেকে জানিয়েছিলেন, গব্বর সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলেন। তবে আয়েশা চাননি। বিয়ে ভাঙার পর কিন্তু শিখর থেমে নেই। তিনি নিজের ক্রিকেট জীবনে এগিয়ে চলেছেন।
advertisement
4/5
গব্বর এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি নিজের মনের কথা লিখেছেন। আর এই পোস্টের নিচে শিখরের কথাগুলিকে সমর্থন করেছেন হরভজন সিং।
advertisement
5/5
শিখর ও আয়েশার সম্পর্কে হরভজন সিংয়ের ভূমকা ছিল। আসলে শুরুতে হরভজন সিংই এই দুজনের দেখা করিয়েছিলেন। তার পরই শিখর ও আয়েশা সম্পর্কে জড়ান।
বাংলা খবর/ছবি/IPL/
IPL 2021; Shikhar Dhawan: বিয়ে ভাঙার পর কী নিয়ে আছেন শিখর ধাওয়ান? মনের কথা জানালেন 'গব্বর'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল