IPL 2021; Shikhar Dhawan: বিয়ে ভাঙার পর কী নিয়ে আছেন শিখর ধাওয়ান? মনের কথা জানালেন 'গব্বর'
- Published by:Suman Majumder
Last Updated:
Shikhar Dhawan: আট বছরের দাম্পত্য জীবন ছিল শিখর ও আয়েশার। কিন্তু বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন আয়েশা।
advertisement
1/5

তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় সম্প্রতি বিয়ের ভাঙার কথা জানিয়েছেন। তবে শিখর ধাওয়ার এখনও পর্যন্ত এই নিয়ে একটি কথাও বলেননি। আয়েশা ও তাঁর আট বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই বিয়ে ভেঙেছে। শিখর ধাওয়ান তার পরই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তাঁর ও আয়েশার ছবি সরিয়ে ফেলেছেন।
advertisement
2/5
ব্যক্তিগত জীবনের মতো ক্রিকেট কেরিয়ারেও হোঁচট খেয়েছেন শিখর। বিসিসিআই টি-২০ বিশ্বকাপের দলে তাঁকে রাখেনি। তবে ধাওয়ান এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আর আইপিএলে মোটেও তাঁর খারাপ সময় চলছে না। বরং দাপিয়ে খেলছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
advertisement
3/5
শিখর ধাওয়ানের বন্ধুদের মধ্যে অনেকে জানিয়েছিলেন, গব্বর সম্পর্কটা বাঁচাতে চেয়েছিলেন। তবে আয়েশা চাননি। বিয়ে ভাঙার পর কিন্তু শিখর থেমে নেই। তিনি নিজের ক্রিকেট জীবনে এগিয়ে চলেছেন।
advertisement
4/5
গব্বর এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি নিজের মনের কথা লিখেছেন। আর এই পোস্টের নিচে শিখরের কথাগুলিকে সমর্থন করেছেন হরভজন সিং।
advertisement
5/5
শিখর ও আয়েশার সম্পর্কে হরভজন সিংয়ের ভূমকা ছিল। আসলে শুরুতে হরভজন সিংই এই দুজনের দেখা করিয়েছিলেন। তার পরই শিখর ও আয়েশা সম্পর্কে জড়ান।