IPL 2021: ২০২০ আইপিএলের আবিষ্কার! ২০ বছরের দেবদত্তর সেঞ্চুরিকে 'দশে দশ' আরসিবির
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মাঠের প্রায় প্রতিটি পজিশন দিয়েই তিনি এদিন শট খেললেন।
advertisement
1/5

২০২০ আইপিএলের আবিষ্কার তিনি। তাঁকে নিয়ে বরাবর আশাবাদী ছিল বিরাট কোহলির দল। দেবদত্ত পাডিক্কাল বুঝিয়ে দিলেন, তাঁর উপর বাজি ধরা যায়। আইপিএলে প্রথম সেঞ্চুরি করলেন আরসিবির ওপেনার। আর সেই সেঞ্চুরি ঝড়ের থেকে কম নয়।
advertisement
2/5
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এদিন তিনি মাত্র ৫১ বল খেলে সেঞ্চুরি করলেন। আর তাঁর সেই সেঞ্চুরিকে দশে দশ পাওয়ার মতো বলে জানাল আরসিবি।
advertisement
3/5
ছটি ছক্কা ও ১১টি বাউন্ডারিতে সাজানো ছিল পাডিক্কালের ইনিংস। মাঠের প্রায় প্রতিটি পজিশন দিয়েই তিনি এদিন শট খেললেন।
advertisement
4/5
পাড্ডিকাল সেঞ্চুরি ও কোহলির হাফ সেঞ্চুরির দৌলতে এদিন রাজস্থানকে দশ উইকেটে হারাল আরসিবি। পর পর চারটি ম্যাচ জিতল কোহলির দল।
advertisement
5/5
২০১৫-র পর আরসিবির হয়ে এবি, বিরাট ও গেইল ছাড়া পাড্ডিকাল সেঞ্চুরি করলেন। আইপিএল শুরুর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০ বছর বয়সী কর্ণাটকের ক্রিকেটার আইপিএলে ফিরে যথাক্রমে ২৫ ও ১১ রান করেন দুটি ম্যাচে।