TRENDING:

'কত টাকা হারাচ্ছে বুঝে পস্তাবে', রায়নার উপরে বেজায় ক্ষুব্ধ শ্রীনিবাসন

Last Updated:
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুবাইতে হোটেলের ঘর নিয়েই রায়নার সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের মনোমালিন্যের সূত্রপাত৷
advertisement
1/7
'কত টাকা হারাচ্ছে বুঝে পস্তাবে', রায়নার উপরে বেজায় ক্ষুব্ধ শ্রীনিবাসন
এমনিতেই করোনার হানায় বিপর্যস্ত গোটা দল৷ তার মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে সুরেশ রায়নার মতো সিনিয়র তারকা টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় একেবারেই খুশি নয় সিএসকে টিম ম্যানেজমেন্ট৷ সেটাই স্পষ্ট করে দিলেন সিএসকে কর্ণধার এন শ্রীনিবাসন৷
advertisement
2/7
রায়নার দেশে ফিরে আসা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় শ্রীনিবাসন কড়া সুরেই জানিয়েছেন, 'নিজের সিদ্ধান্তের জন্য আক্ষেপ করবে রায়না৷ তাছাড়া কতটা অর্থ ও হারাবে, সেটাও কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবে৷' প্রাক্তন বিসিসিআই সভাপতির দাবি, সিদ্ধান্ত বদলে আবারও ফিরতে চাইবেন রায়না৷
advertisement
3/7
প্রসঙ্গত, আইপিএ-এর প্রতি মরশুমে সিএসকে-র থেকে প্রায় ১১ কোটি টাকা পান সুরেশ রায়না৷ কিন্তু দলের দুই ক্রিকেটার সহ বেশ কয়েকজন সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরই সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি৷ যদিও এর পিছনে তাঁর ব্যক্তিগত কারণ রয়েছে বলেই শোনা যাচ্ছে৷
advertisement
4/7
ক্ষুব্ধ শ্রীনিবাসন আরও বলেছেন, 'ব্যক্তিগত ভাবে আমি মনে করি অনিচ্ছুক কাউকে জোর করে আটকে রাখার মানে হয় না৷ আমি জোর করে কাউকে দিয়ে কিছু করাই না৷ একেক সময় সাফল্য মানুষের মাথা ঘুরিয়ে দেয়৷'
advertisement
5/7
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, দুবাইতে হোটেলের ঘর নিয়েই রায়নার সঙ্গে সিএসকে ম্যানেজমেন্টের মনোমালিন্যের সূত্রপাত৷ রায়নার অভিযোগ, হোটেলের ঘরে কোনও ব্যালকনি ছিল না৷ কোয়ারেন্টাইন এবং কড়া বায়ো-সিকিওর পরিবেশের নিয়ম মানতে গিয়ে এমনিতেই ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে ক্রিকেটারদের৷ ঘরে ব্যালকনি না থাকায় তাই আরও হাঁসফাঁস করছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান৷
advertisement
6/7
কটাক্ষের সুরে শ্রীনিবাসন ক্রিকেটারদের সঙ্গে পুরনো দিনের মেজাজি অভিনেতাদের তুলনাও করেছেন৷ যদিও তাঁর দাবি, চেন্নাই সুপার কিংগস একটি পরিবারের মতো৷ সিনিয়র ক্রিকেটাররা বরাবর দলের সঙ্গে মানিয়ে নিয়েই চলেছেন৷
advertisement
7/7
অন্য একটি সূত্রের অবশ্য দাবি, নিজের কাকার মৃত্যুর খবর পেয়েই দেশে ফিরেছেন রায়না৷ আবার অন্য একটি সূত্রের দাবি, দলের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় নিজেও সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা থেকেই দেশে ফিরে এসেছেন এই ক্রিকেটার৷ File Photo
বাংলা খবর/ছবি/IPL/
'কত টাকা হারাচ্ছে বুঝে পস্তাবে', রায়নার উপরে বেজায় ক্ষুব্ধ শ্রীনিবাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল