IPL 2021-এর প্রথম ম্যাচে শূন্য, CSK-র হার, এবার ১২ লাখ টাকা দিতে হবে ধোনিকে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মরার উপর খাঁড়ার ঘা।
advertisement
1/5

তা হলে কি এবারও গতবারের পুনরাবৃত্তি হবে! এমন আশঙ্কা নিশ্চয়ই এতক্ষণে সিএসকে ভক্তরা করছেন! প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে সিএসকে। আইপিএলের প্রথম ম্যাচেই শিষ্যের কাছে ম্যাচ হারলেন ধোনি।
advertisement
2/5
ছবছর পর আইপিএলে শূন্য রানে আউট হলেন ধোনি। তার উপর পৃথ্বী-শিখরের দাপটে করুণ হার। দিনটা খুবই খারাপ গেল ধোনির।
advertisement
3/5
মরার উপর খাঁড়ার ঘা। এত কিছুর পর আবার ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে ধোনিকে।
advertisement
4/5
এবার আইপিলে নতুন নিয়ম। ৯০ মিনিটের মধ্যে ২০ ওভার অর্থাত্ এক ইনিংস শেষ করতে হবে। ধোনির দল এক ইনিংস শেষ করতে ৯০ মিনিটের বেশি সময় নিয়েছে।
advertisement
5/5
স্লো ওভার রেটের জন্য ধোনির জরিমানা হল। মরশুমের প্রথম ভুল বলে এবার স্রেফ জরিমানা দিয়েই পার পেলেন সিএসকে অধিনায়ক।