Anchor Tanya Purohit On Ipl 2021: আইপিএল-এর শো জমিয়ে দিচ্ছেন সুন্দরী সঞ্চালিকা, কে এই তানিয়া পুরোহিত!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tanya Purohit: তাঁর সৌন্দর্য ও ক্রিকেটজ্ঞান দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।
advertisement
1/5

মায়ান্তি লাঙ্গার অনুপস্থিত। ব্যক্তিগত কারণে তিনি এখন সঞ্চালনা থেকে দূরে। তবে তাঁর অনুপস্থিতিতে তানিয়া পুরোহিত কিন্তু আইপিএলের ম্যাচ পরবর্তী টক শো জমিয়ে দিচ্ছেন। তাঁর সৌন্দর্য ও ক্রিকেট জ্ঞান দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।
advertisement
2/5
আইপিএলে ক্রিকেট লাইভ শো-তে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে দেখা যাচ্ছে তানিয়া পুরোহিতকে। দুজনে মিলে শো জমিয়ে দিচ্ছেন। তবে এর আগে ক্রিকেট শো-তে খুব একটা দেখা যায়নি তানিয়াকে।
advertisement
3/5
অনুষ্কা শর্মা অভিনীত NH 10 সিনেমায় তানিয়াকে দেখা গিয়েছিল। তবে তার পর থেকে সঞ্চালনার কাজটাই তিনি করছেন মন দিয়ে।
advertisement
4/5
উত্তরাখণ্ডের শ্রীনগর শহরের মেয়ে তানিয়া। তবে এখন পেশার টানে থাকতে হয় মুম্বইতে। নিউজ অ্যাঙ্কার দীপক ডোভালের স্ত্রী তানিয়া।
advertisement
5/5
মাস কমিউনিকেশনে এমএ করেছেন তানিয়া। হিন্দিতেই সঞ্চালনা করেন তিনি। তাঁর ক্রিকেটজ্ঞান বেশ ভাল।