TRENDING:

Anchor Tanya Purohit On Ipl 2021: আইপিএল-এর শো জমিয়ে দিচ্ছেন সুন্দরী সঞ্চালিকা, কে এই তানিয়া পুরোহিত!

Last Updated:
Tanya Purohit: তাঁর সৌন্দর্য ও ক্রিকেটজ্ঞান দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।
advertisement
1/5
আইপিএল-এর শো জমিয়ে দিচ্ছেন সুন্দরী সঞ্চালিকা, কে এই তানিয়া পুরোহিত!
মায়ান্তি লাঙ্গার অনুপস্থিত। ব্যক্তিগত কারণে তিনি এখন সঞ্চালনা থেকে দূরে। তবে তাঁর অনুপস্থিতিতে তানিয়া পুরোহিত কিন্তু আইপিএলের ম্যাচ পরবর্তী টক শো জমিয়ে দিচ্ছেন। তাঁর সৌন্দর্য ও ক্রিকেট জ্ঞান দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।
advertisement
2/5
আইপিএলে ক্রিকেট লাইভ শো-তে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের সঙ্গে দেখা যাচ্ছে তানিয়া পুরোহিতকে। দুজনে মিলে শো জমিয়ে দিচ্ছেন। তবে এর আগে ক্রিকেট শো-তে খুব একটা দেখা যায়নি তানিয়াকে।
advertisement
3/5
অনুষ্কা শর্মা অভিনীত NH 10 সিনেমায় তানিয়াকে দেখা গিয়েছিল। তবে তার পর থেকে সঞ্চালনার কাজটাই তিনি করছেন মন দিয়ে।
advertisement
4/5
উত্তরাখণ্ডের শ্রীনগর শহরের মেয়ে তানিয়া। তবে এখন পেশার টানে থাকতে হয় মুম্বইতে। নিউজ অ্যাঙ্কার দীপক ডোভালের স্ত্রী তানিয়া।
advertisement
5/5
মাস কমিউনিকেশনে এমএ করেছেন তানিয়া। হিন্দিতেই সঞ্চালনা করেন তিনি। তাঁর ক্রিকেটজ্ঞান বেশ ভাল।
বাংলা খবর/ছবি/IPL/
Anchor Tanya Purohit On Ipl 2021: আইপিএল-এর শো জমিয়ে দিচ্ছেন সুন্দরী সঞ্চালিকা, কে এই তানিয়া পুরোহিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল